ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচের তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা বিভাগ। এই রাউন্ডে ম্যাচে মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) খুলনা ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।
ফলে ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো খুলনা। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয়-হার ও ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম। চট্টগ্রামে স্টেডিয়ামে ম্যাচ জিততে শেষ দিন খুলনার দরকার ছিল ১৮৫ রান এবং চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ উইকেট। স্বাগতিক দলের দেয়া ২৩৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান করে খুলনা। উদ্বোধনী জুটিতে ৮৫ রানে পৌঁছে বিচ্ছিন্ন হন অমিত মজুমদার ও সৌম্য সরকার। ১০ রান নিয়ে দিন শুরু করে ২১ রানে থামেন অমিত। তবে হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্য। দলের রান ১শ’ পার করে বিদায় নেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে ৭১ রান করেন সৌম্য।
দলীয় ১০৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর চট্টগ্রামের স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। এতে ১৬৯ রানে সপ্তম উইকেট পতন হয় তাদের। অমিত ও সৌম্যর পর খুলনার মিডল অর্ডারে তিন ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। ম্যাচসেরা হন সৌম্য।
রংপুর ও সিলেটের হ্যাটট্রিক ড্র
কক্সবাজার স্টেডিয়ামে হ্যাটট্রিক ড্র’র স্বাদ নিয়েছে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ। প্রথম দুই রাউন্ডে ড্র করার পর তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল রংপুর ও সিলেট। তৃতীয় রাউন্ডে একে অন্যের বিপক্ষে ড্র করেছে দু’দল। এই ড্র’তে ৩ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট নিয়ে রংপুর ষষ্ঠ ও সিলেট অষ্টম স্থানে আছে।
তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে এগিয়ে ছিল সিলেট। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৭৩ রান করেছিল সিলেট। চতুর্থ দিন ওপেনার মুবিন আহমেদ দিশানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৪ রানে ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ। এতে রংপুরকে ২৪৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় সিলেট। ৭৬ রান নিয়ে খেলতে নেমে ১৪১ রানে থামেন দিশান। ম্যাচসেরা হন সিলেটের দিশান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচের তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা বিভাগ। এই রাউন্ডে ম্যাচে মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) খুলনা ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।
ফলে ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো খুলনা। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয়-হার ও ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম। চট্টগ্রামে স্টেডিয়ামে ম্যাচ জিততে শেষ দিন খুলনার দরকার ছিল ১৮৫ রান এবং চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ উইকেট। স্বাগতিক দলের দেয়া ২৩৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান করে খুলনা। উদ্বোধনী জুটিতে ৮৫ রানে পৌঁছে বিচ্ছিন্ন হন অমিত মজুমদার ও সৌম্য সরকার। ১০ রান নিয়ে দিন শুরু করে ২১ রানে থামেন অমিত। তবে হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্য। দলের রান ১শ’ পার করে বিদায় নেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে ৭১ রান করেন সৌম্য।
দলীয় ১০৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর চট্টগ্রামের স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। এতে ১৬৯ রানে সপ্তম উইকেট পতন হয় তাদের। অমিত ও সৌম্যর পর খুলনার মিডল অর্ডারে তিন ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। ম্যাচসেরা হন সৌম্য।
রংপুর ও সিলেটের হ্যাটট্রিক ড্র
কক্সবাজার স্টেডিয়ামে হ্যাটট্রিক ড্র’র স্বাদ নিয়েছে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ। প্রথম দুই রাউন্ডে ড্র করার পর তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল রংপুর ও সিলেট। তৃতীয় রাউন্ডে একে অন্যের বিপক্ষে ড্র করেছে দু’দল। এই ড্র’তে ৩ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট নিয়ে রংপুর ষষ্ঠ ও সিলেট অষ্টম স্থানে আছে।
তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে এগিয়ে ছিল সিলেট। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১৭৩ রান করেছিল সিলেট। চতুর্থ দিন ওপেনার মুবিন আহমেদ দিশানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৪ রানে ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ। এতে রংপুরকে ২৪৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় সিলেট। ৭৬ রান নিয়ে খেলতে নেমে ১৪১ রানে থামেন দিশান। ম্যাচসেরা হন সিলেটের দিশান।