হাভিয়ের কাবরেরার
নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে অনুশীলন ক্যাম্প চলছে জাতীয় ফুটবল দলের। তবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ভাবনায় সবচেয়ে বড় জায়গা দখল করে আছে ভারতের ম্যাচটি। মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) কিংস আরেনায় অনুশীলনের আগে কাবরেরা স্পষ্ট জানিয়ে দেন পরিকল্পনা শুধু নেপাল ম্যাচের জন্য নয়, মূল লক্ষ্য ভারতের বিপক্ষে ম্যাচ। তার কথা, ‘আমরা শুধু নেপাল ম্যাচ নয়, ভারতের খেলা মাথায় রেখেই কাজ করছি। কয়েক দফা টিম মিটিং হয়েছে, আজও (মঙ্গলবার) অনুশীলনের আগে আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’ দলের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমকে নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন কোচ। শমিত দেশে ফিরছেন আজ (মঙ্গলবার), তাদের অবস্থা পর্যবেক্ষণ কর সিদ্ধান্ত নিবেন বলে জানান কাবরেরা। তিনি বলেন, ‘আমরা চাই তারা দুজনই ভারতের ম্যাচে সেরা কন্ডিশনে থাকুক। নেপাল ম্যাচেও তাদের মাঠে নামার সম্ভাবনা আছে।’ কাবরেরা ইঙ্গিত দেন নেপালের বিপক্ষে রোটেশনের। তিনি ১৭ জন ফুটবলারকে গেমটাইম দেয়ার পরিকল্পনার কথা জানান।
সম্প্রতি দলের পারফরম্যান্স এবং হামজা চৌধুরীর যোগ দেয়ার পর জাতীয় দলকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, কাবরেরা সেটাকে দেখছেন ইতিবাচকভাবে। ভারত বাংলাদেশ ম্যাচের টিকেট মাত্র ছয় মিনিটেই বিক্রি হয়ে গেছে। এই বিষয়ে কাবরেরা বলেন, ‘এত মনযোগ, এত মানুষের আগ্রহÑ এটাই প্রমাণ করে দল নিয়ে প্রত্যাশা রয়েছে তাদের। এটা উপভোগ করছি। এটা আমাদের জন্য ভালো।’
শেষ ম্যাচগুলোতে দলের পারফরমেন্স, দল নির্বাচন, কোচের কৌশল সব নিয়েই সমালোচনার ঝড় বয়ে গেছে। এখনও কোচের সমালোচনা করছেন দর্শকরা। সমালোচনা নিয়েও স্বাভাবিক থাকতে চান স্প্যানিশ এ কোচ। তিনি বলেন, ‘চার বছরে সবকিছুই দেখেছি প্রশংসা, সমালোচনা। কিন্তু সমালোচনা মেনে নেয়াটাও কাজের অংশ।’ কাবরেরা বিশ্বাস করেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটাই জিনিস দলকে এক করবে একটি জয়।’ সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে কিংসে যোগ দেয়া কিউবা মিচেল জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
হাভিয়ের কাবরেরার
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে অনুশীলন ক্যাম্প চলছে জাতীয় ফুটবল দলের। তবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ভাবনায় সবচেয়ে বড় জায়গা দখল করে আছে ভারতের ম্যাচটি। মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) কিংস আরেনায় অনুশীলনের আগে কাবরেরা স্পষ্ট জানিয়ে দেন পরিকল্পনা শুধু নেপাল ম্যাচের জন্য নয়, মূল লক্ষ্য ভারতের বিপক্ষে ম্যাচ। তার কথা, ‘আমরা শুধু নেপাল ম্যাচ নয়, ভারতের খেলা মাথায় রেখেই কাজ করছি। কয়েক দফা টিম মিটিং হয়েছে, আজও (মঙ্গলবার) অনুশীলনের আগে আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’ দলের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমকে নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন কোচ। শমিত দেশে ফিরছেন আজ (মঙ্গলবার), তাদের অবস্থা পর্যবেক্ষণ কর সিদ্ধান্ত নিবেন বলে জানান কাবরেরা। তিনি বলেন, ‘আমরা চাই তারা দুজনই ভারতের ম্যাচে সেরা কন্ডিশনে থাকুক। নেপাল ম্যাচেও তাদের মাঠে নামার সম্ভাবনা আছে।’ কাবরেরা ইঙ্গিত দেন নেপালের বিপক্ষে রোটেশনের। তিনি ১৭ জন ফুটবলারকে গেমটাইম দেয়ার পরিকল্পনার কথা জানান।
সম্প্রতি দলের পারফরম্যান্স এবং হামজা চৌধুরীর যোগ দেয়ার পর জাতীয় দলকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, কাবরেরা সেটাকে দেখছেন ইতিবাচকভাবে। ভারত বাংলাদেশ ম্যাচের টিকেট মাত্র ছয় মিনিটেই বিক্রি হয়ে গেছে। এই বিষয়ে কাবরেরা বলেন, ‘এত মনযোগ, এত মানুষের আগ্রহÑ এটাই প্রমাণ করে দল নিয়ে প্রত্যাশা রয়েছে তাদের। এটা উপভোগ করছি। এটা আমাদের জন্য ভালো।’
শেষ ম্যাচগুলোতে দলের পারফরমেন্স, দল নির্বাচন, কোচের কৌশল সব নিয়েই সমালোচনার ঝড় বয়ে গেছে। এখনও কোচের সমালোচনা করছেন দর্শকরা। সমালোচনা নিয়েও স্বাভাবিক থাকতে চান স্প্যানিশ এ কোচ। তিনি বলেন, ‘চার বছরে সবকিছুই দেখেছি প্রশংসা, সমালোচনা। কিন্তু সমালোচনা মেনে নেয়াটাও কাজের অংশ।’ কাবরেরা বিশ্বাস করেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই সবকিছু সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটাই জিনিস দলকে এক করবে একটি জয়।’ সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে কিংসে যোগ দেয়া কিউবা মিচেল জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছেন।