দিন-রাতের টেস্টের প্রথম দিন ইংল্যান্ড ৩২৫/৯
সেঞ্চুরিয়ান রুটকে স্মিথের অভিনন্দন
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ৪০টি টেস্ট শতকের মালিক রুট। দিন-রাতের টেস্টের প্রথম দিন তার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩২৫ রান করে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে এদিন ৬ উইকেট নিয়ে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। ১০২ টেস্টে ৪১৮ উইকেটের মালিক এখন স্টার্ক।
বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন ওপেনার জ্যাক ক্রলি ও রুট। ১১টি চারে ৭৬ রান করা ক্রলিকে থামিয়ে জুটি ভাঙেন পেসার মাইকেল নেসার, দলীয় ১২২ রানে। মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। এর মধ্যে ব্রুককে (৩১ রান) ফিরিয়ে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন স্টার্ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙেন তিনি।
৬৬তম ওভারে ৪০তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রুট। যা অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ইনিংসে প্রথম। ৬৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম দিনই অলআউটের মুখে ফেলেন স্টার্ক। দশম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৪৪ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের রান ৩শ’ পার করে দিন শেষ করেছেন রুট। দিবা-রাত্রির টেস্টে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
২০২ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৩৫ রানের অনবদ্য ইনিংস সাজান রুট। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩২ রান করেছেন আর্চার। ১৯ ওভার বল করে ৭১ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। টেস্টে এই নিয়ে ১৮তম বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
দিন-রাতের টেস্টের প্রথম দিন ইংল্যান্ড ৩২৫/৯
সেঞ্চুরিয়ান রুটকে স্মিথের অভিনন্দন
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ৪০টি টেস্ট শতকের মালিক রুট। দিন-রাতের টেস্টের প্রথম দিন তার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩২৫ রান করে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে এদিন ৬ উইকেট নিয়ে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। ১০২ টেস্টে ৪১৮ উইকেটের মালিক এখন স্টার্ক।
বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন ওপেনার জ্যাক ক্রলি ও রুট। ১১টি চারে ৭৬ রান করা ক্রলিকে থামিয়ে জুটি ভাঙেন পেসার মাইকেল নেসার, দলীয় ১২২ রানে। মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। এর মধ্যে ব্রুককে (৩১ রান) ফিরিয়ে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন স্টার্ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙেন তিনি।
৬৬তম ওভারে ৪০তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রুট। যা অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ইনিংসে প্রথম। ৬৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম দিনই অলআউটের মুখে ফেলেন স্টার্ক। দশম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৪৪ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের রান ৩শ’ পার করে দিন শেষ করেছেন রুট। দিবা-রাত্রির টেস্টে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
২০২ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৩৫ রানের অনবদ্য ইনিংস সাজান রুট। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩২ রান করেছেন আর্চার। ১৯ ওভার বল করে ৭১ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। টেস্টে এই নিয়ে ১৮তম বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।