সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

ফ্রান্সের কোচ হওয়াই জিদানের লক্ষ্য

image

ফ্রান্সের কোচ হওয়াই জিদানের লক্ষ্য

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

পিএসজি কিংবা অন্য কোন ক্লাবের কোচের দায়িত্ব গ্রহণের ইচ্ছা আপাতত জিনেদিন জিদানের নেই। তার মূল লক্ষ্য ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করা। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি। ইংলিশ ক্লাবটি নিয়োগ দিয়েছে এরিক টেন হ্যাগকে। শোনা গিয়েছিল পিএসজিতে মরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হবেন তিনি। কিন্তু তাও হচ্ছে না।

নিজের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে ফরাসী পত্রিকা এলইকুইপকে দেয়া সাক্ষাতকারে জিদান বলেন, ‘জাতীয় দলের হয়ে আমি এখনই শেষ হয়ে যাইনি।’

স্পেনিশ পত্রিকা মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি জানান তারা জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার জন্য কোন ধরনের আলোচনাই করেননি। খেলাইফি বলেন, ‘জিদান সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে তাকে আমি খুব পছন্দ করি। কোচ হিসেবেও তাকে আমার পছন্দ। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সাথে আমরা কোন কথাই বলিনি। আমি তাকে অনেক সম্মান করি এবং তার প্রশংসাও করি। সংবাদ মাধ্যমে অনেক কিছুই প্রকাশ হয়। তবে বাস্তবতা হলো তার সাথে আমাদের কোন আলোচনাই হয়নি।’

জিদানের জাতীয় দলের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে মূল বাধা বর্তমান কোচ দিদিয়ের দেশ্যম। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ^কাপ জয় করে। গত বছর জিতেছে নেশন্স লিগ। কাতার বিশ^কাপে যদি ফ্রান্স চরমভাবে ব্যর্থ না হয় তাহলে তাকে সরিয়ে দেয়া হবে না বলেই মনে করা হয়। অবশ্য দেশ্যম চাইলে হয়তো দায়িত্ব ছাড়তে পারবেন। দেশ্যম ২০১২ সাল থেকেই আছেন জাতীয় দলের দায়িত্বে। ১৯৯৮ সালের বিশ^কাপ বিজয়ী এ তারকার কোচ হিসেবে এটা হবে তৃতীয় বিশ^কাপ এবং দেশের জয়ে ৫ম বড় প্রতিযোগিতা।

দেশ্যম দায়িত্ব ছাড়লে জিদানের কোচ হওয়ার পথে আর কোন বাধা থাকবে না। তখন যদি জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়া না হয় তাহলে সেটাই হবে বড় বিস্ময়। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রায়েট গত বছর বলেছিলেন, ‘সে এমন একজন ব্যক্তি যাকে আমরা খুব পছন্দ করি। একজন খেলোয়াড় কিংবা কোচ হিসেবে তার অবদান নিয়ে কথা বলছি না। জিদান একদিন জাতীয় দলের কোচ হবেন। কখন? তা আমি জানি না।’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের