সড়ক টেকসইভাবে সংস্কার করুন

ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘœ ঘটছে। জানা গেছে, ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড হতে আইডিয়াল মোড় পর্যন্ত ময়মনসিংহগামী লেনে প্রায় এক কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গেছে। সেখানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই অংশে যানবাহন চলছে ধীরগতিতে। এ কারণে অনেক সময় যানজট সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গতকাল সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রয়েছে অনেক শিল্পকারখানা। সেখানে প্রতিদিন শত শত কাঁচামাল ও রপ্তানি পণ্য বোঝাই ভারী যানবাহন চলাচল করে। মহাসড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চালাতে চালকদের হিমশিম খেতে হয়। অনেক সময় পণ্যবাহী পরিবহন ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব গর্ত সাময়িকভাবে বন্ধ করলেও তা টেকসই হয় না। দিন-রাত গাড়ি চলাচল করায় অল্প সময়েই আবার খানাখন্দ আগের রূপে ফিরে যায়। সড়ক টেকসইভাবে সংস্কার না করায় ভারী যানবাহনের প্রভাবে সেটা আরও নাজুক হয়ে পড়েছে।

আমরা বলতে চাই, ভালুকার উল্লিখিত স্থানে টেকসইভাবে দ্রুত সড়ক সংস্কার করতে হবে। সড়ক সংস্কারে যেন কোনো অনিয়ম-দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করা জরুরি। দেশে সড়ক-মহাসড়ক নির্মাণ বা সংস্কারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। দেশে সড়ক নির্মাণের ব্যয় অনেক দেশের তুলনায় বেশি বলে জানা যায়। গণমাধ্যমে এ নিয়ে অতীতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রশ্ন হচ্ছে, জনগণের করের টাকায় সড়কগুলো নির্মাণের পর টেকসই হয় না কেন। নির্মাণের পর দেশের কোনো সড়ক-মহাসড়ক মেয়াদ পূর্ণ করতে পেরেছে সেটা একটা প্রশ্ন। সড়ক নির্মাণের পর বছর না ঘুরতেই ভেঙে যাবেÑএটাই যেন নিয়ম। ভাঙা সড়ক সংস্কার বা পুনর্নিমাণের জন্য আবার টেন্ডার, আবার কাজ আর জনগণের পয়সার শ্রাদ্ধ করাÑএ দুষ্টচক্রের ফাঁদ থেকে বের হওয়া যাচ্ছে না।

সড়ক নির্মাণ বা সংস্কারে যেসব উপকরণ ব্যবহার করা হয় তার মান নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, সড়ক খাত অনিয়ম-দুর্নীতির একটি বড় ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, সড়ক খাতের অনিয়ম-দুর্নীতি দূর করা জরুরি।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» গোবিন্দগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ আমলে নিন

» আত্রাই নদীর বালু লুট বন্ধ করুন

» ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মানুষ হত্যা: কঠোর ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসনের দুর্বলতা ও পরিবেশের সংকট

» ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিন

» শেষ না হওয়া সেতু, শেষ না হওয়া ভোগান্তি

» সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা: আদি ও অকৃত্রিম ফ্যাসিবাদের জঘন্য রূপ

» পাহাড় কেটে কেন পানের বরজ?

» মতপ্রকাশের জন্য গ্রেপ্তার: গণতন্ত্রের জন্য ভালো নয়

» সাহাগোলা রেলওয়ে স্টেশনে জনবল সংকট দূর করুন

» চাঁদপুর সেচ প্রকল্প রক্ষায় ব্যবস্থা নিন

সম্প্রতি