মতামতের জন্য সম্পাদক দায়ী নন
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জনবসতিপূর্ণ গ্রাম শিবেরডাঙ্গী। গ্রামটির প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়য় এবং কমিউনিটি ক্লিনিক। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি কাঁচা রাস্তা।
এই রাস্তা ধরে গ্রামের মানুষেরা বাজার ঘাটে যাতায়াত করে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে এবং এবং কৃষকেরা জমির ফসল বহন করে। কিন্তু রাস্তাটি শিবিরের ডাঙ্গী বাজার থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত মোটামুটি চলার মতো অবস্থা থাকলেও বিদ্যালয় থেকে গ্রামের শেষপ্রান্ত পর্যন্ত অবস্থা খুবই শোচনীয়। রাস্তার দুই ধারে নতুন নতুন বসতবাড়ি গড়ে ওঠায় বৃষ্টির পানি রাস্তায় এসে জলবদ্ধতা সৃষ্টি হয় আর দীর্ঘ দিনের জলাবদ্ধতা থেকে সৃষ্টি হয় কাদা।
কর্দমাক্ত রাস্তাটি দিয়ে গ্রামবাসীর যাতায়াত করা খুবই কষ্টসাধ্য। ভোগান্তির যেন শেষ নেই। এই পরিস্থিতিতে রাস্তাটি উঁচু করা আবশ্যক। কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি উঁচু করে শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলের সুব্যবস্থা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
মমিনুল ইসলাম
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জনবসতিপূর্ণ গ্রাম শিবেরডাঙ্গী। গ্রামটির প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়য় এবং কমিউনিটি ক্লিনিক। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি কাঁচা রাস্তা।
এই রাস্তা ধরে গ্রামের মানুষেরা বাজার ঘাটে যাতায়াত করে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে এবং এবং কৃষকেরা জমির ফসল বহন করে। কিন্তু রাস্তাটি শিবিরের ডাঙ্গী বাজার থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত মোটামুটি চলার মতো অবস্থা থাকলেও বিদ্যালয় থেকে গ্রামের শেষপ্রান্ত পর্যন্ত অবস্থা খুবই শোচনীয়। রাস্তার দুই ধারে নতুন নতুন বসতবাড়ি গড়ে ওঠায় বৃষ্টির পানি রাস্তায় এসে জলবদ্ধতা সৃষ্টি হয় আর দীর্ঘ দিনের জলাবদ্ধতা থেকে সৃষ্টি হয় কাদা।
কর্দমাক্ত রাস্তাটি দিয়ে গ্রামবাসীর যাতায়াত করা খুবই কষ্টসাধ্য। ভোগান্তির যেন শেষ নেই। এই পরিস্থিতিতে রাস্তাটি উঁচু করা আবশ্যক। কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি উঁচু করে শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলের সুব্যবস্থা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
মমিনুল ইসলাম