মতামতের জন্য সম্পাদক দায়ী নন
আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। আষাঢ় মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাব্রত পালন করেন। বৌদ্ধভিক্ষুরা তিন মাস বর্ষাবাস পালন করেন, এই সময় তারা বিহারে অবস্থান এবং জ্ঞানচর্চা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধ্যান, ভাবনা ও অষ্টশীল পালন করেন। বর্ষাব্রত সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
প্রবারণা পূর্ণিমা বৎসরের প্রথম থেকেই নির্ধারিত। সেইদিন প্রবারণা পূর্ণিমায় আমাদের আনন্দ সোভাযাত্রা থেকে শুরু করে ফানুস উৎসব, বুদ্ধপূজা, সংঘদান, পি-দান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় । অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রয়েছে দিনব্যাপী। ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমার দিনে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ রইল।
অভিজিৎ বড়ুয়া অভি
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। আষাঢ় মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাব্রত পালন করেন। বৌদ্ধভিক্ষুরা তিন মাস বর্ষাবাস পালন করেন, এই সময় তারা বিহারে অবস্থান এবং জ্ঞানচর্চা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধ্যান, ভাবনা ও অষ্টশীল পালন করেন। বর্ষাব্রত সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
প্রবারণা পূর্ণিমা বৎসরের প্রথম থেকেই নির্ধারিত। সেইদিন প্রবারণা পূর্ণিমায় আমাদের আনন্দ সোভাযাত্রা থেকে শুরু করে ফানুস উৎসব, বুদ্ধপূজা, সংঘদান, পি-দান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় । অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রয়েছে দিনব্যাপী। ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমার দিনে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ রইল।
অভিজিৎ বড়ুয়া অভি