মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বেসরকারি সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা আশংকাজনকভাবে বাড়ছে। গত এক বছরে সারাদেশে ১০১জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুধু উচ্চ শিক্ষার্থীদের মধ্যেই নয়, সমাজের নানা স্তরে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। মনোবিজ্ঞানী ও চিকিৎসকরা আত্মহত্যার এই প্রবণতাকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন। সামাজিক ও পারিবারিক দায়িত্ববোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে এ থেকে মুক্তিলাভের উপায় হতে পারে। আর এ জন্যে আগে পরিবার থেকে শিক্ষাটা আসতে হবে। তারপর সমাজ থেকেও একটা অনুশাসন আসা দরকার।
পাশাপাশি রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে আত্মহত্যার উপসর্গগুলো খুঁজে বের করে সমাধানের চেষ্টা করা। এ জন্যে স্বাস্থ্য বিষয়ক প্রচারণা, প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি আরো জোরদার করা দরকার।
আজম জহিরুল ইসলাম
গৌরীপুর, ময়মনসিংহ
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
বেসরকারি সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা আশংকাজনকভাবে বাড়ছে। গত এক বছরে সারাদেশে ১০১জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুধু উচ্চ শিক্ষার্থীদের মধ্যেই নয়, সমাজের নানা স্তরে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। মনোবিজ্ঞানী ও চিকিৎসকরা আত্মহত্যার এই প্রবণতাকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন। সামাজিক ও পারিবারিক দায়িত্ববোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে এ থেকে মুক্তিলাভের উপায় হতে পারে। আর এ জন্যে আগে পরিবার থেকে শিক্ষাটা আসতে হবে। তারপর সমাজ থেকেও একটা অনুশাসন আসা দরকার।
পাশাপাশি রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে আত্মহত্যার উপসর্গগুলো খুঁজে বের করে সমাধানের চেষ্টা করা। এ জন্যে স্বাস্থ্য বিষয়ক প্রচারণা, প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি আরো জোরদার করা দরকার।
আজম জহিরুল ইসলাম
গৌরীপুর, ময়মনসিংহ