মতামতের জন্য সম্পাদক দায়ী নন
যে নদীর অবদানের জন্য গড়ে উঠেছে আজকের ঢাকা শহর; সেই নদীর নাম হলো বুড়িগঙ্গা। আর সেই নদীর বর্তমান অবস্থা দেখলে মনে দুঃখ হয়। বুড়িগঙ্গা এখন আর আগের বুড়িগঙ্গা নয়। নদীটা হয়ে গেছে মৃত নদী। ঢাকা শহরের সব ময়লা, আবর্জনা ফেলার জায়গা যেন বুড়িগঙ্গা। এখানকার পানি এত বেশি দূষিত, যা তা ব্যবহারের অযোগ্য। তারপরও এক শ্রেণির মানুষ উপায় না পেয়ে এ নদীর পানি ব্যবহার করে থাকে।
অতিমাত্রায় দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকের বুড়িগঙ্গার এমন পরিস্থিতির পেছনে আমরা সবাই কোন না কোনভাবে জড়িত। তাই বুড়িগঙ্গার দূষণ হ্রাস করতে প্রথমে জনগণকে সচেতন হতে হবে, দ্বিতীয়ত রাষ্ট্রীয়ভাবে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আসুন সচেতনতা বাড়াই, বুড়িগঙ্গা বাঁচাই।
রবিন আহমেদ
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
যে নদীর অবদানের জন্য গড়ে উঠেছে আজকের ঢাকা শহর; সেই নদীর নাম হলো বুড়িগঙ্গা। আর সেই নদীর বর্তমান অবস্থা দেখলে মনে দুঃখ হয়। বুড়িগঙ্গা এখন আর আগের বুড়িগঙ্গা নয়। নদীটা হয়ে গেছে মৃত নদী। ঢাকা শহরের সব ময়লা, আবর্জনা ফেলার জায়গা যেন বুড়িগঙ্গা। এখানকার পানি এত বেশি দূষিত, যা তা ব্যবহারের অযোগ্য। তারপরও এক শ্রেণির মানুষ উপায় না পেয়ে এ নদীর পানি ব্যবহার করে থাকে।
অতিমাত্রায় দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকের বুড়িগঙ্গার এমন পরিস্থিতির পেছনে আমরা সবাই কোন না কোনভাবে জড়িত। তাই বুড়িগঙ্গার দূষণ হ্রাস করতে প্রথমে জনগণকে সচেতন হতে হবে, দ্বিতীয়ত রাষ্ট্রীয়ভাবে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আসুন সচেতনতা বাড়াই, বুড়িগঙ্গা বাঁচাই।
রবিন আহমেদ