মতামতের জন্য সম্পাদক দায়ী নন
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আসক্তির মাত্রা দিনের পর দিন বাড়ছে। পারিবারিক সম্পর্কের সঙ্গে সামাজিক সম্পর্ক ও বিনষ্ট হচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া, ঘুমের ঘাটতি এবং খেলাধুলার মতো শারীরিক চর্চা করছে না আমাদের শিশুরা। মোবাইল ফোনেই বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে তাদের। পড়াশোনায় অমনোযোগিতার পাশাপাশি এসব আসক্তিতে মানসিক সমস্যাও তৈরি হচ্ছে এখন।
সবার অজান্তেই ধীরে ধীরে আমাদের প্রজন্ম ও শিশুরা সর্বনাশ ডেকে আনছে। তাই শিশুদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং দেশ ও সমাজের উন্নতি কামনায় এই আসক্তির ক্ষতির দিকগুলো তুলে ধরে তার প্রচারণা এখনই করতে হবে। এক্ষেত্রে বাবা-মা এবং পরিবারসহ অন্য অভিভাবকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।
মিসবাহুল ইসলাম
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আসক্তির মাত্রা দিনের পর দিন বাড়ছে। পারিবারিক সম্পর্কের সঙ্গে সামাজিক সম্পর্ক ও বিনষ্ট হচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া, ঘুমের ঘাটতি এবং খেলাধুলার মতো শারীরিক চর্চা করছে না আমাদের শিশুরা। মোবাইল ফোনেই বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে তাদের। পড়াশোনায় অমনোযোগিতার পাশাপাশি এসব আসক্তিতে মানসিক সমস্যাও তৈরি হচ্ছে এখন।
সবার অজান্তেই ধীরে ধীরে আমাদের প্রজন্ম ও শিশুরা সর্বনাশ ডেকে আনছে। তাই শিশুদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং দেশ ও সমাজের উন্নতি কামনায় এই আসক্তির ক্ষতির দিকগুলো তুলে ধরে তার প্রচারণা এখনই করতে হবে। এক্ষেত্রে বাবা-মা এবং পরিবারসহ অন্য অভিভাবকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।
মিসবাহুল ইসলাম