মতামতের জন্য সম্পাদক দায়ী নন
সমাজে কিছু কিছু সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় বড়-ছোট বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলে। ভিন্নমতকে আমরা পুরোপুরি মেনে না নিলেও অশ্রদ্ধা করব না।
সমাজে কেউ বিপদে এগিয়ে আসে, কেউ চুপচাপ থাকে, কেউ এড়িয়ে চলে, কেঊ ঝাঁপিয়ে পড়ে, কেউ থাকে ধান্ধাবাজ। বিভিন্ন মনোভাব, চিন্তার ধরন বা মানসিকতাকেই দৃষ্টিভঙ্গি বলে। একটা বিষয়কে কে কিভাবে দেখছে, ভাবছে, নিচ্ছে সেটাই হলো দৃষ্টিভঙ্গি। সব মানুষের মনোজাগতিক নীতি-আদর্শ এক নয়। তাই সে ভিন্ন ভিন্ন চিন্তা করে।
মস্তিস্ক আর মন ভিন্ন হওয়ায় আমরা এক হতে পারছি না। অন্যের মত এবং আমার মতামত এক নাও হতে পারে, এজন্য কাউকে বন্ধু মনে না করলেও শত্রু ভাবব না। পরিপক্ব মানুষের এটাই করা উচিত।
কায়ছার আলী
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
সমাজে কিছু কিছু সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় বড়-ছোট বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলে। ভিন্নমতকে আমরা পুরোপুরি মেনে না নিলেও অশ্রদ্ধা করব না।
সমাজে কেউ বিপদে এগিয়ে আসে, কেউ চুপচাপ থাকে, কেউ এড়িয়ে চলে, কেঊ ঝাঁপিয়ে পড়ে, কেউ থাকে ধান্ধাবাজ। বিভিন্ন মনোভাব, চিন্তার ধরন বা মানসিকতাকেই দৃষ্টিভঙ্গি বলে। একটা বিষয়কে কে কিভাবে দেখছে, ভাবছে, নিচ্ছে সেটাই হলো দৃষ্টিভঙ্গি। সব মানুষের মনোজাগতিক নীতি-আদর্শ এক নয়। তাই সে ভিন্ন ভিন্ন চিন্তা করে।
মস্তিস্ক আর মন ভিন্ন হওয়ায় আমরা এক হতে পারছি না। অন্যের মত এবং আমার মতামত এক নাও হতে পারে, এজন্য কাউকে বন্ধু মনে না করলেও শত্রু ভাবব না। পরিপক্ব মানুষের এটাই করা উচিত।
কায়ছার আলী