বর্তমান সমাজের পরিবেশ দূষণের বহু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো পলিথিনের অপব্যবহার। রাস্তার আশেপাশে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, পার্ক, দোকান- পাঁ কিংবা বাজারে প্রভৃতি সব জায়গাতেই পলিথিনের অবাধ ব্যবহার লক্ষ্য করা যায়। পলিথিন হলো একটি ক্ষতিকারক উপাদান। যা মাটিতে পড়ে বহু বছর ধরে অরক্ষিত থাকে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে পরিবেশ দূষণ করে। একসময় পলিথিন যেমন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছিল ঠিক তেমনি এখন পরিবেশের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণী হত্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা বাস্তবে কতটুকু কার্যকর? কেন আজও পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না? কেন এই পলিথিন এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে? পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তারপরেও পলিথিনের অপব্যবহার চলতে থাকে। এরপর অন্ত র্র্বতী সরকার ক্ষমতায় আসার পর গত ১ অক্টোবর ২০২৪ পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরও এই নিষেধাজ্ঞা মানছেনই বা আর কয়জন?
সরকারকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার জন্য আরও কঠোর আইন এবং নীতি প্রণয়ন করতে হবে। এমনকি বিভিন্ন গণমাধ্যম যেমন- টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি আরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং বিকল্প উপকরণের ব্যবহার সম্পর্কে প্রচার চালাতে হবে। এছাড়াও স্কুল, কলেজ, এবং বিভিন্ন জনগণের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক ও পরিবেশের প্রতি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে। যার ফলে আমরা একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারব।
তাই পলিথিন মুক্ত পরিবেশই হোক ভবিষ্যৎ জীবন রক্ষার একমাত্র পথ।
সৈয়দা ফারিভা আখতার
অনার্স দ্বিতীয় বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
রাজশাহী কলেজ, রাজশাহী।
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
বর্তমান সমাজের পরিবেশ দূষণের বহু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো পলিথিনের অপব্যবহার। রাস্তার আশেপাশে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, পার্ক, দোকান- পাঁ কিংবা বাজারে প্রভৃতি সব জায়গাতেই পলিথিনের অবাধ ব্যবহার লক্ষ্য করা যায়। পলিথিন হলো একটি ক্ষতিকারক উপাদান। যা মাটিতে পড়ে বহু বছর ধরে অরক্ষিত থাকে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে পরিবেশ দূষণ করে। একসময় পলিথিন যেমন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছিল ঠিক তেমনি এখন পরিবেশের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণী হত্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা বাস্তবে কতটুকু কার্যকর? কেন আজও পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না? কেন এই পলিথিন এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে? পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তারপরেও পলিথিনের অপব্যবহার চলতে থাকে। এরপর অন্ত র্র্বতী সরকার ক্ষমতায় আসার পর গত ১ অক্টোবর ২০২৪ পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরও এই নিষেধাজ্ঞা মানছেনই বা আর কয়জন?
সরকারকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার জন্য আরও কঠোর আইন এবং নীতি প্রণয়ন করতে হবে। এমনকি বিভিন্ন গণমাধ্যম যেমন- টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি আরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং বিকল্প উপকরণের ব্যবহার সম্পর্কে প্রচার চালাতে হবে। এছাড়াও স্কুল, কলেজ, এবং বিভিন্ন জনগণের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক ও পরিবেশের প্রতি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে। যার ফলে আমরা একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারব।
তাই পলিথিন মুক্ত পরিবেশই হোক ভবিষ্যৎ জীবন রক্ষার একমাত্র পথ।
সৈয়দা ফারিভা আখতার
অনার্স দ্বিতীয় বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
রাজশাহী কলেজ, রাজশাহী।