বাংলাদেশে শিশুদের খেলনায় সিসা, পারদ ও ক্যাডিমিয়ামসহ বিষাক্ত ধাতুর উপস্থিতি রয়েছে। পরীক্ষিত খেলনাগুলোর ৫৫ শতাংশই বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত। ইনোসেন্স টাচড বাই শ্যাডোস ইনভেস্টগেটিং টক্সিক ক্যামিকেলস ইন টয়স শীর্ষক রিপোর্টে এ তথ্য উঠে আসে। রিপোর্টে শিশুদের খেলনার মধ্যে বিপজ্জনক ভারি ধাতু বিশেষ করে সিসা, পারদ এবং ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে; যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। খেলনায় পাওয়া গড় ঘনত্ব লেড-৬৫ দশমিক ৮৫ পিপিএম, যা নির্ধারিত সীসার প্রায় ৫ গুণের বেশী, পারদ ৩০ দশমিক ৬ পিপিএম যা নির্ধারিত সীসার প্রায় চারগুণের বেশি এবং ক্যাডমিয়াম ২৮ দশমিক ৬৫ পিপিএম, নির্ধারিত সীসার ১৫ গুণের বেশি।
শিশুদের খেলনা উৎপাদন, বিতরণ এবং ব্যবহারের সঙ্গে জড়িত প্রত্যেকের সিসা দূষণকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং এই পণ্য শিশুদের জন্য নিরাপদ কি না তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
আব্বাসউদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণপাড়, সিলেট
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে শিশুদের খেলনায় সিসা, পারদ ও ক্যাডিমিয়ামসহ বিষাক্ত ধাতুর উপস্থিতি রয়েছে। পরীক্ষিত খেলনাগুলোর ৫৫ শতাংশই বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত। ইনোসেন্স টাচড বাই শ্যাডোস ইনভেস্টগেটিং টক্সিক ক্যামিকেলস ইন টয়স শীর্ষক রিপোর্টে এ তথ্য উঠে আসে। রিপোর্টে শিশুদের খেলনার মধ্যে বিপজ্জনক ভারি ধাতু বিশেষ করে সিসা, পারদ এবং ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে; যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। খেলনায় পাওয়া গড় ঘনত্ব লেড-৬৫ দশমিক ৮৫ পিপিএম, যা নির্ধারিত সীসার প্রায় ৫ গুণের বেশী, পারদ ৩০ দশমিক ৬ পিপিএম যা নির্ধারিত সীসার প্রায় চারগুণের বেশি এবং ক্যাডমিয়াম ২৮ দশমিক ৬৫ পিপিএম, নির্ধারিত সীসার ১৫ গুণের বেশি।
শিশুদের খেলনা উৎপাদন, বিতরণ এবং ব্যবহারের সঙ্গে জড়িত প্রত্যেকের সিসা দূষণকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং এই পণ্য শিশুদের জন্য নিরাপদ কি না তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
আব্বাসউদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণপাড়, সিলেট