মাগুরছড়া ট্র্যাজেডি

১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসফিল্ডে ঘটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ। মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের ত্রুটিপূর্ণ খননকাজের ফলে পুড়ে যায় প্রায় ২৪৫.৮৬ বিলিয়ন ঘনফুট গ্যাস, ধ্বংস হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের হাজার হাজার গাছপালা, এবং হারিয়ে যায় মূল্যবান জীববৈচিত্র্য। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি: ক্ষতির প্রকৃত পরিমাণ — ১৪ হাজার কোটি, না কি ২৫ হাজার কোটি টাকারও বেশি? কীভাবে বন ও প্রাণীকুলের ভয়ানক ক্ষতি হয়েছিল। কী ক্ষতি হয়েছিল রেলপথ, সড়কপথ, বিদ্যুৎ লাইন ও খাসিয়া পুঞ্জির। কী ছিল তদন্ত প্রতিবেদন ও ক্ষতিপূরণ দাবি। এই ভয়াবহ বিপর্যয়ের ইতিহাস জানুন, এবং জানিয়ে দিন সবাইকে।