এক ঝলক হাসি... একটি সেলফি... আর তারপর মুহূর্তেই মৃত্যু। আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করার ৩২ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হলো এয়ার ইন্ডিয়া ১৭১ ফ্লাইট। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজস্থানের এক ডাক্তার দম্পতি ও তাদের তিন শিশু সন্তান। তারা লন্ডনে যাচ্ছিলেন নতুন জীবন শুরু করতে—ডা. কমি ভ্যাশ ও ডা. প্রতীক জোশি, আর তাদের সন্তান নাকুল, প্রাদ্যুত এবং মিরায়া। শেষ মুহূর্তে তোলা হাসিমাখা সেলফি এখন স্মৃতি হয়ে আছে এই দুর্ঘটনার নীরব সাক্ষী হিসেবে।