ভিয়েতনামি হলুদ মাল্টা চাষে সফল প্রবাস ফেরত বাবা ও ছেলে

উটিউবে ভিডিও দেখেই প্রবাস ফেরত বাবার সহায়তায় ভিয়েতনামি উন্নত জাতের মাল্টা চাষ করে সফল হয়েছেন প্রবাসী যুবক হামিদ তালুকদার। কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেন আসেন চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের মো.হারুন। দেশে এসে তার প্রবাসী ছেলে হামিদ তালুকদারের পরিকল্পনায় ভিয়েতনামি উন্নতজাতের হলুদ মাল্টা সহ ৬০ শতক জমিতে তৈরি করেন মিশ্র ফলের বাগান। যার ৩০শতকে লাগান শুধুই মাল্টা গাছ। সরেজমিনে গিয়ে দেখা যায়,
প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের মাল্টা। গাছগুলো মাটিতে নুইয়ে পড়েছে ফলের ভরে। এর সাথে মিশ্র ফল হিসেবে লাগানো হয়েছে আম রুপালি, উন্নত জাতের লেবু ও কাঠাঁল গাছ। রাউজান উপজেলায় এই প্রথম সবুজ মাল্টার পরে হলদু মাল্টা চাষ হয়েছে। লাভের মুখ দেখায় বাগান আরও বড় করে করার পরিকল্পনা রয়েছে তাদের।
বাগানটি করতে গত ২বছরে খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা । প্রথম বছর ফল সংগ্রহ না করলেও এবছর ২ লাখ টাকারও বেশি আয় হবে আশাবাদি তারা। বর্তমানে বাজারে বাহিরের দেশ থেকে আসা মাল্টা গুলো ৩শ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বাবা ছেলের এই বাগানের ফরমালিনমুক্ত মাল্টা বিক্রি হচ্ছে ২শ টাকা দরে। রাউজান কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ শাহ জানান আমরা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কেউ এই মাল্টা চাষে আগ্রহী হলে যথাযত সহায়তা করা হবে।