alt

অর্থ-বাণিজ্য

জিডিপিতে শিল্পখাতের অবদান অগ্রাধিকার দিয়ে শিল্পনীতি প্রণয়ন আবশ্যক

অর্থনৈতিক বার্তা পরিবেশক : রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১

জিডিপিতে শিল্পখাতের অবদান পাঁচ শতাংশ বৃদ্ধি, দেশের ব্যক্তিখাতকে উজ্জীবিত করার মাধ্যমে এ খাতের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো, সিএমএসএমই খাতের যথাযথ উন্নয়নে বিদ্যমান সংজ্ঞার সংশোধন, এলডিসি-উত্তর সময়ে বিশেষ করে দেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানির সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদান করে নতুন শিল্পনীতি প্রণয়ন হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রস্তাবিত জাতীয় শিল্পনীতি : ব্যক্তিখাতের প্রত্যাশা’ শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণকারী বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান দেশের সিএমএসএমই খাতের যথাযথ উন্নয়নে বিদ্যমান সংজ্ঞার সংশোধনের আহ্বান জানান, যার মাধ্যমে এ খাতের উদ্যোক্তাদের আর্থিক ও নীতি সহায়তাপ্রাপ্তির বিষয়টি সহজতর হবে। শিল্পনীতি তৈরিতে ভিয়েতনামের গৃহীত শিল্পনীতির অনুসরণের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন এবং ই-কমার্স শিল্পের অগ্রযাত্রাকে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। এ ছাড়াও ডিসিসিআই সভাপতি, এলডিসি-উত্তর সময়ে বিশেষ করে দেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানির সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদানের ওপর জোরারোপ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের নেগোশিয়েশনের দক্ষতা উন্নয়নের প্রস্তাব করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জিডিপিতে শিল্পখাতের অবদান পাঁচ শতাংশ বৃদ্ধি, সরকারি-বেসারকারি খাতের যৌথ সমন্বয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দক্ষ ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প প্রতিষ্ঠা, গবেষণার মাধ্যমে শিল্পখাতের দেশীয় প্রযুক্তির প্রসার, সিএমএসএমই খাতের দক্ষতা উন্নয়ন প্রভৃতি বিষয়গুলো নতুন শিল্পনীতিতে প্রাধান্য পাবে। চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণের জন্য তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদের উন্নয়ন, সম্ভাবনাময় খাতগুলোর পণ্য বহুমুখীকরণের পাশাপাশি ভৌত অবকাঠমো সুবিধাপ্রাপ্তির ওপর নতুন শিল্পনীতিতে গুরুত্ব প্রদান করা হবে। কোভিড মাহামারী মোকাবিলায় দেশের ব্যক্তিখাতের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার বেশকিছু প্রণোদনা প্যাকেজ প্রদান করছে, যার ফলে আমাদের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। দেশের সিএমএসএমই খাতে অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই এ খাতের বিকাশে আর্থিক ও নীতি সহায়তা নিশ্চিতকরণের কোন বিকল্প নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘দেশীয় শিল্পের সুরক্ষা, পণ্যের গুণগত মান সংরক্ষণ ও মেধাসম্পদ ব্যবস্থাপনা, এসএমইর সঠিক সংজ্ঞায়ন, সারাদেশে শিল্পায়ন কার্যক্রমের সম্প্রসারণ, ক্লাস্টারভিত্তিক শিল্পপার্ক গড়ে তোলা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকর্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও অবকাঠামোগত সুবিধা প্রদান করাই জাতীয় শিল্পনীতি-২০২১ এর মূল লক্ষ্য।’

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘নতুন শিল্পনীতিতে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বিদ্যমান অবদান ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণ, তথ্য-প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জন, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যম দরিদ্র্যতা ও বেকারত্ব হ্রাস, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পখাতসমূহের প্রসার ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শিল্পখাতে সক্ষমতা বাড়ানো নানা বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিখাত ও শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতার বাজারের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে এবং আশা প্রকাশ করেন, এ বছরের মধ্যেই নতুন শিল্পনীতি চূড়ান্তকরণ সম্ভব হবে। শিল্পনীতিতে স্টেকহোল্ডারদের মতামত অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগে আটটি পরমর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।’

ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) হোসনে আরা শিখা, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এবং আবদুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম প্রমুখ অংশগ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন বলেন, ‘ব্যক্তিখাতের উৎকর্ষ এবং চর্তুথ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদের উন্নয়নের বিষয়সমূহ শিল্পনীতিতে গুরুত্ব দেয়া হয়েছে, সেইসঙ্গে টেকসই শিল্পায়ন, নবায়নযোগ্য ও সবুজ জ¦ালানির ব্যবহার বৃদ্ধি, ব্যাপক হারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রভৃতি বিষয়গুলোকে প্রস্তাবিত শিল্পনীতিতে প্রাধান্য পাবে।’

আবদুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম বলেন, ‘নতুন শিল্পায়নের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করা যাবে। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে ভূমি বন্দবস্ত কার্যক্রম দ্রুততর করার জন্য বিদ্যমান ভূমি আইনকে সংশোধন ও আমূল সংষ্কার এবং জমির মূল্য যৌক্তিকহারে হ্রাস করতে হবে। দেশে হোন্ডা কোম্পানি বিনিয়োগের কারণে এখন হোন্ডা উৎপাদনে ব্যবহ্নত ২২টি পার্টসের মধ্যে ১৩টিই স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে, যা আমাদের সক্ষমতারই বহির্প্রকাশ। এফডিআই আকর্ষণ ও উন্নয়ন কর্মকান্ডের গতি আরো সম্প্রসারণে নীতি ও আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা বলেন, ‘শিল্পনীতিতে স্টার্টআপ ও ক্লাস্টার খাতের জন্য সঠিক সংজ্ঞা অন্তর্ভুক্ত করার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদন কাজে নিয়োজিত ট্রেডিং খাতকে শিল্পের অন্তর্ভুক্ত করা হলে এ খাতের উদ্যোক্তাদের সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে আর্থিক সহায়তাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা সম্ভব। নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ১৫০০ কোটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যেখান হতে নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ হারে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও স্টার্টআপ খাতে নতুন নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, ‘শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র উদ্যোক্তারা যারা ব্যবসায়িক কর্মকা- পরিচালনায় প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তাদের জন্য যথাযথ পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এ ছাড়াও যেসব শিল্পে আমাদের সক্ষমতা রয়েছে, শুধুমাত্র তার ওপর বেশি প্রাধান্য দেয়া প্রয়োজন এবং প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য দক্ষতা অর্জনে কার্যক্রম হাতে নিতে হবে। সরকার ঘোষিত ব্যবসা-বাণিজ্যবিষয়ক নীতিমালাসমূহে স্থিতিশীলতা আনতে হবে।’

ছবি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর

ছবি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক আচরণ: টিআইবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রন আনতে বাংলাদেশের পদক্ষেপগুলো সঠিক : আইএমএফ

ছবি

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন পাঁচ ও ভারত নয়ে

ছবি

বিআইসিএমের উদ্যোগে হবে পুঁজিবাজার সম্মেলন

ছবি

যমুনা ব্যাংক ও ডেল্টা লাইফের মধ্যে চুক্তি

ছবি

সোনার দাম আরও কমলো

ছবি

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন মোঃ নুরুল ইসলাম মজুমদার

ছবি

রিজার্ভ কমায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে

ছবি

তড়িঘড়ি ব্যাংক একীভূতকরণ খেলাপিদের দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি

ছবি

হঠাৎ ঝলকের পর আবার পতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ

ছবি

শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ছবি

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ

ঈদের পর শেয়ারবাজার কিছুটা ভালো হতে শুরু করেছে

ছবি

দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি

ছবি

অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন

ছবি

বিআইপিডি’র অভিযোগ সঠিক নয় বলে দাবি করছে : এফএফআইএল

ছবি

চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর

ছবি

রাজধানীতে ঈদের পরও চড়া সবজির বাজার

ছবি

সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ল ৪ টাকা

ছবি

সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন

ছবি

ব্যাংক এশিয়া কিনবে পাকিস্তানি ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশ

ছবি

এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ

ছবি

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংক চাইলে সরে যেতে পারবে, তবে শর্তসাপেক্ষে : কেন্দ্রীয় ব্যাংক

ছবি

পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

ছবি

একীভূত ব্যাংক : পাঁচটির বাইরে আপাতত আর না

ছবি

ঈদে মানুষের মাঝে স্বস্তি দেখেছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের চেয়ে বেশি দেখছে এডিবি

ছবি

মার্চে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশ

ছবি

ঈদের আগে পাঁচ দিনে দেশে এলো ৪৬ কোটি ডলার

ছবি

শিল্পাঞ্চলের বাইরের কারখানায় গ্যাস-বিদ্যুৎ আর নয়, পাবেনা ঋণও

এবার ঈদে পর্যটন খাত চাঙ্গা হওয়ার আশা

ছবি

জাতীয় লজিস্টিক নীতির খসড়ার অনুমোদন

সোনালীতে একীভূত হচ্ছে বিডিবিএল

ছবি

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা

ছবি

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রীয় বেসিক ব্যাংক

tab

অর্থ-বাণিজ্য

জিডিপিতে শিল্পখাতের অবদান অগ্রাধিকার দিয়ে শিল্পনীতি প্রণয়ন আবশ্যক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১

জিডিপিতে শিল্পখাতের অবদান পাঁচ শতাংশ বৃদ্ধি, দেশের ব্যক্তিখাতকে উজ্জীবিত করার মাধ্যমে এ খাতের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো, সিএমএসএমই খাতের যথাযথ উন্নয়নে বিদ্যমান সংজ্ঞার সংশোধন, এলডিসি-উত্তর সময়ে বিশেষ করে দেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানির সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদান করে নতুন শিল্পনীতি প্রণয়ন হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রস্তাবিত জাতীয় শিল্পনীতি : ব্যক্তিখাতের প্রত্যাশা’ শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণকারী বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান দেশের সিএমএসএমই খাতের যথাযথ উন্নয়নে বিদ্যমান সংজ্ঞার সংশোধনের আহ্বান জানান, যার মাধ্যমে এ খাতের উদ্যোক্তাদের আর্থিক ও নীতি সহায়তাপ্রাপ্তির বিষয়টি সহজতর হবে। শিল্পনীতি তৈরিতে ভিয়েতনামের গৃহীত শিল্পনীতির অনুসরণের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন এবং ই-কমার্স শিল্পের অগ্রযাত্রাকে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। এ ছাড়াও ডিসিসিআই সভাপতি, এলডিসি-উত্তর সময়ে বিশেষ করে দেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানির সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদানের ওপর জোরারোপ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের নেগোশিয়েশনের দক্ষতা উন্নয়নের প্রস্তাব করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জিডিপিতে শিল্পখাতের অবদান পাঁচ শতাংশ বৃদ্ধি, সরকারি-বেসারকারি খাতের যৌথ সমন্বয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দক্ষ ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প প্রতিষ্ঠা, গবেষণার মাধ্যমে শিল্পখাতের দেশীয় প্রযুক্তির প্রসার, সিএমএসএমই খাতের দক্ষতা উন্নয়ন প্রভৃতি বিষয়গুলো নতুন শিল্পনীতিতে প্রাধান্য পাবে। চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণের জন্য তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদের উন্নয়ন, সম্ভাবনাময় খাতগুলোর পণ্য বহুমুখীকরণের পাশাপাশি ভৌত অবকাঠমো সুবিধাপ্রাপ্তির ওপর নতুন শিল্পনীতিতে গুরুত্ব প্রদান করা হবে। কোভিড মাহামারী মোকাবিলায় দেশের ব্যক্তিখাতের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার বেশকিছু প্রণোদনা প্যাকেজ প্রদান করছে, যার ফলে আমাদের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। দেশের সিএমএসএমই খাতে অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই এ খাতের বিকাশে আর্থিক ও নীতি সহায়তা নিশ্চিতকরণের কোন বিকল্প নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘দেশীয় শিল্পের সুরক্ষা, পণ্যের গুণগত মান সংরক্ষণ ও মেধাসম্পদ ব্যবস্থাপনা, এসএমইর সঠিক সংজ্ঞায়ন, সারাদেশে শিল্পায়ন কার্যক্রমের সম্প্রসারণ, ক্লাস্টারভিত্তিক শিল্পপার্ক গড়ে তোলা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকর্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও অবকাঠামোগত সুবিধা প্রদান করাই জাতীয় শিল্পনীতি-২০২১ এর মূল লক্ষ্য।’

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘নতুন শিল্পনীতিতে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বিদ্যমান অবদান ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণ, তথ্য-প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জন, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যম দরিদ্র্যতা ও বেকারত্ব হ্রাস, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পখাতসমূহের প্রসার ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শিল্পখাতে সক্ষমতা বাড়ানো নানা বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিখাত ও শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতার বাজারের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে এবং আশা প্রকাশ করেন, এ বছরের মধ্যেই নতুন শিল্পনীতি চূড়ান্তকরণ সম্ভব হবে। শিল্পনীতিতে স্টেকহোল্ডারদের মতামত অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগে আটটি পরমর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।’

ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) হোসনে আরা শিখা, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এবং আবদুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম প্রমুখ অংশগ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন বলেন, ‘ব্যক্তিখাতের উৎকর্ষ এবং চর্তুথ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদের উন্নয়নের বিষয়সমূহ শিল্পনীতিতে গুরুত্ব দেয়া হয়েছে, সেইসঙ্গে টেকসই শিল্পায়ন, নবায়নযোগ্য ও সবুজ জ¦ালানির ব্যবহার বৃদ্ধি, ব্যাপক হারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রভৃতি বিষয়গুলোকে প্রস্তাবিত শিল্পনীতিতে প্রাধান্য পাবে।’

আবদুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম বলেন, ‘নতুন শিল্পায়নের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করা যাবে। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে ভূমি বন্দবস্ত কার্যক্রম দ্রুততর করার জন্য বিদ্যমান ভূমি আইনকে সংশোধন ও আমূল সংষ্কার এবং জমির মূল্য যৌক্তিকহারে হ্রাস করতে হবে। দেশে হোন্ডা কোম্পানি বিনিয়োগের কারণে এখন হোন্ডা উৎপাদনে ব্যবহ্নত ২২টি পার্টসের মধ্যে ১৩টিই স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে, যা আমাদের সক্ষমতারই বহির্প্রকাশ। এফডিআই আকর্ষণ ও উন্নয়ন কর্মকান্ডের গতি আরো সম্প্রসারণে নীতি ও আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা বলেন, ‘শিল্পনীতিতে স্টার্টআপ ও ক্লাস্টার খাতের জন্য সঠিক সংজ্ঞা অন্তর্ভুক্ত করার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদন কাজে নিয়োজিত ট্রেডিং খাতকে শিল্পের অন্তর্ভুক্ত করা হলে এ খাতের উদ্যোক্তাদের সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে আর্থিক সহায়তাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা সম্ভব। নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ১৫০০ কোটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যেখান হতে নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ হারে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও স্টার্টআপ খাতে নতুন নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, ‘শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র উদ্যোক্তারা যারা ব্যবসায়িক কর্মকা- পরিচালনায় প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তাদের জন্য যথাযথ পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এ ছাড়াও যেসব শিল্পে আমাদের সক্ষমতা রয়েছে, শুধুমাত্র তার ওপর বেশি প্রাধান্য দেয়া প্রয়োজন এবং প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য দক্ষতা অর্জনে কার্যক্রম হাতে নিতে হবে। সরকার ঘোষিত ব্যবসা-বাণিজ্যবিষয়ক নীতিমালাসমূহে স্থিতিশীলতা আনতে হবে।’

back to top