স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪ জুলাই ২০২১

টোকিও অলিম্পিক গেমস ২০২০

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে লড়তে অস্বীকৃতি জানিয়ে নুরিন বহিস্কার

image

টোকিও অলিম্পিক গেমস ২০২০

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে লড়তে অস্বীকৃতি জানিয়ে নুরিন বহিস্কার

শনিবার, ২৪ জুলাই ২০২১
স্পোর্টস ডেস্ক

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে লড়তে অস্বীকৃতি জানিয়ে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেয়া আলজেরিয়ান জুডোকা ফেতিহ নুরিনকে বহিস্কার করা হয়েছে। অলিম্পিক গেমসের ৭৩ কেজি জুডোর দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল নুরিন এবং ইসরাইলের টোহার বাটবালের। অবশ্য তার আগে প্রথম রাউন্ডে নুরিনকে জিততে হতো সুদানের মোহামেদ আবদালরাসুলের বিপক্ষে।

নিজের নাম প্রত্যাহার করা প্রসঙ্গে নুরিন বলেছিলেন, অলিম্পিকে যোগ দেয়ার যোগ্যতা অর্জণ করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম। কিন্তু ফিলিস্তিনীরা তার চেয়েও বেশী কষ্ট করছে।’

এ ঘটনায় ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশন নুরিন এবং তার কোচ আমর বেনিখলেফকে বরখাস্ত করেছে । নুরিনের পদক্ষেপ সমর্থন জানিয়ে কোচ বলেছিলেন, ড্র’র ক্ষেত্রে আমাদের ভাগ্য সহায়তা করেনি। আমরা প্রতিপক্ষ হিসেবে ইসরাইলি খেলোয়াড় পেয়েছিলাম। তাই নাম প্রত্যাহার করতে হয়েছে। আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশন (আইজেএফ) এক বিবৃতিতে বলেছে, আইজেএফ সব ধরনের বৈষম্যের বিপক্ষে দৃঢ় অবস্থান ধরে রাখার ব্যাপারে বদ্ধ পরিকর। নুরিনের নাম প্রত্যাহার করে নেয়াটা আইজেএফ’র নীতি বিরুদ্ধ।’

আলজেরিয়ান অলিম্পিক কমিটি নুরিন ও তার কোচের অলিম্পিক অ্যাক্রিডিটেশন বাতিল করেছে এবং দেশে ফেরত পাঠাচ্ছে। নুরিনের নিষেধাজ্ঞা কত দিনের সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এ বিষয়ে নুরিনের কোন বক্তব্য জানা যায়নি। এর আগেও একই কারণে নুরিন ২০১৯ সালে বিশ^ চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

ইসরাইল-ফিলিন্তিন বিরোধ চলে আসছে বহু বছর ধরে। ইসরাইল নানা অজুহাতে ফিলিস্তিনের উপর সামরিক হামলা চালিয়ে নিরীহ মানুষ মেরে আসছে। এর আগে ইরান এবং মিশরের খেলোয়াড়রাও ইসরাইলের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের