হাইপারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইরফান শুক্কুরের দারুণ ব্যাটিং ও নাঈম হাসানের ঘূর্ণিতে এগিয়ে আছে ‘এ’ দল। আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ দলের ৩৩৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান জমা না হতেই হাইপারফরম্যান্স দল হারিয়ে ফেলে ৩ উইকেট। এখনও তারা পিছিয়ে আছে ২৯৮ রানে। তার মধ্যে দুই উইকেটই নেন নাঈম। পরপর দুই বলে তিনি ফেরান মাহমুদল হাসান (১) ও শাহাদাত হোসাইনকে (০)। এর আগে দলীয় ২৯ রানে ওপেনার পারভেজ হোসাইনকে ব্যক্তিগত ১২ রানে ফেরান শহীদুল ইসলাম। ক্রিজে আছেন ওপেনার তানজীদ হাসান ২১ ও তৌহিদ হৃদয় ৫ রানে।
এর আগে হাতে ৫ উইকেট ও স্কোরবোর্ডে ২৬০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ‘এ’ দল। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। কিন্তু প্রথম বলেই সাঁজঘরে ফেরেন মুনিম। তবে ইরফান থামেন সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থেকে। তার ব্যাট থেকে ১৭৪ বলে ১০টি চার ও ২টি ছয়ের মারে আসে ৮৫ রান। এর আগে গতকাল মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় দিন ‘এ’ দলের হয়ে একাই লড়েছিলেন ইরফান। অন্য প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত আর ৭৯ রান যোগ করে ৩৩৯ রান করে থামে ‘এ’ দল। হাইপারফরম্যান্স দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সুমন খান। ২২.১ ওভার বোলিং করে মাত্র ৫৬ রান দিয়ে এই উইকেটগুলো নেন ইরফান। এ ছাড়া ২ উইকেট নেন হাসান মুরাদ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
হাইপারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইরফান শুক্কুরের দারুণ ব্যাটিং ও নাঈম হাসানের ঘূর্ণিতে এগিয়ে আছে ‘এ’ দল। আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ দলের ৩৩৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান জমা না হতেই হাইপারফরম্যান্স দল হারিয়ে ফেলে ৩ উইকেট। এখনও তারা পিছিয়ে আছে ২৯৮ রানে। তার মধ্যে দুই উইকেটই নেন নাঈম। পরপর দুই বলে তিনি ফেরান মাহমুদল হাসান (১) ও শাহাদাত হোসাইনকে (০)। এর আগে দলীয় ২৯ রানে ওপেনার পারভেজ হোসাইনকে ব্যক্তিগত ১২ রানে ফেরান শহীদুল ইসলাম। ক্রিজে আছেন ওপেনার তানজীদ হাসান ২১ ও তৌহিদ হৃদয় ৫ রানে।
এর আগে হাতে ৫ উইকেট ও স্কোরবোর্ডে ২৬০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ‘এ’ দল। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। কিন্তু প্রথম বলেই সাঁজঘরে ফেরেন মুনিম। তবে ইরফান থামেন সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থেকে। তার ব্যাট থেকে ১৭৪ বলে ১০টি চার ও ২টি ছয়ের মারে আসে ৮৫ রান। এর আগে গতকাল মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় দিন ‘এ’ দলের হয়ে একাই লড়েছিলেন ইরফান। অন্য প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত আর ৭৯ রান যোগ করে ৩৩৯ রান করে থামে ‘এ’ দল। হাইপারফরম্যান্স দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সুমন খান। ২২.১ ওভার বোলিং করে মাত্র ৫৬ রান দিয়ে এই উইকেটগুলো নেন ইরফান। এ ছাড়া ২ উইকেট নেন হাসান মুরাদ।