বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

‘শব্দঘর’ আহমদ রফিক সংখ্যা ও তাঁকে সম্মাননা প্রদান

image
শব্দঘর আহমদ রফিক সংখ্যা তাঁর হাতে পৌঁছে দেন। বাঁ থেকে হাসান হাফিজ, মোহিত কামাল ও সাফায়েত মাহমুদ

‘শব্দঘর’ আহমদ রফিক সংখ্যা ও তাঁকে সম্মাননা প্রদান

বারো বছরে পদার্পণ করলো কথাসাহিত্যিক মোহিত কামাল সম্পাদিত শিল্প সাহিত্যের মাসিক পত্রিকা “শব্দঘর”। এক যুগের যাত্রাশুরুর সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে ভাষাসৈনিক, বায়ান্নর ‘ফুট সোলজার’ আহমদ রফিককে। প্রচ্ছদ ও প্রতিকৃতি এঁকে দিয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী মাসুক হেলাল।

তাঁর ভালোবাসার উপহার-নিদর্শন এই প্রতিকৃতিটি শব্দঘর-এর পক্ষ থেকে একদম সাদামাটা ঘরোয়া আয়োজনে তুলে দেয়া হয় ভাষাসংগ্রামীর হাতে। আর্থিক সহায়তাও করা হয়।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ও শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ। আরও ছিলেন ইউনিমেড ইউনি হেলথের ডিরেক্টর মার্কেটিং সাফায়েত মাহমুদ। প্রায় ৯৫ বছর পেরিয়ে আহমদ রফিক একাকী জীবন যাপন করছেন। তাঁর চিকিৎসা ব্যয় ব্যাপক। জনাব সাফায়েত চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী বছরব্যাপী ঔষধ

সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শব্দঘর সম্পাদক মনোচিকিৎসা বিদ্যার অধ্যাপক ও কথাসাহিত্যিক মোহিত কামাল বলেন, এত বড় গুণী ব্যক্তিত্বকে নিবেদন করে শব্দঘরের এই সংখ্যাটি করতে পেরে আমরা আনন্দিত। তাঁকে উৎসর্গিত শব্দঘর সংখ্যাটিতে লিখেছেন দেশের খ্যাতিমান লেখকগণ।

এ-সংখ্যায় আহমদ রফিকের সাক্ষাৎকার নিয়েছেন কবি ওবায়েদ আকাশ। সাক্ষাৎকার দিয়েই সংখ্যাটি শুরু করা হয়েছে। আহমদ রফিককে নিয়ে লিখেছেন- যতীন সরকার, পবিত্র সরকার, সনৎকুমার সাহা, সেলিনা হোসেন, আবুল মোমেন, বিশ^জিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক ও ইসলমাইল সাদী।

তাঁর বই নিয়ে লিখেছেন- বেগম আকতার কামাল, সাজ্জাদ আরোফিন, মোস্তফা তারিকুল আহসান, স্বপন নাথ ও মুহিত হাসান। মুদ্রণ করা হয়েছে আহমদ রফিকের রচনা থেকে। - সাময়িকী ডেস্ক