এবছর বইতরণী সাহিত্য পুরস্কার পেলেন কবিশুক্লা গাঙ্গুলীসহ আরও কয়েক কবি-লেখক।বইতরণীর আয়োজনে ভারতের প্রাচীন মন্দিরনগরী বিষ্ণুপুরে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলায় প্রথম লিটারেরি সম্মেলন “বিষ্ণুপুর লিটারারি মিট ২০২৫”। বিষ্ণুপুর মেলার মাঠ সংলগ্ন উদয়ন লজের উৎসব মঞ্চে ১৯ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় ধৃতি চট্টোপাধ্যায়ের সুরে হিরণ মিত্রের লাইভ পেইন্টিং-এর মাধ্যমে অনুষ্ঠানটির অনবদ্য শুভ সূচনা ঘটে। লিটারেরি মিটের মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন প-িত অনিমেষ শাস্ত্রী। অতিথিদের আসনে উপস্থিত ছিলেন শিল্পী হিরণ মিত্র, চলচ্চিত্র পরিচালক ও বিশিষ্ট চিন্তক অশোক বিশ্বনাথন, কবি পায়েল সেনগুপ্ত, প্রাবন্ধিক বিকাশ গণ চৌধুরী, কবি সুব্রত সরকার, কবি স্বপন বন্দ্যোপাধ্যায়, সাংস্কৃতিক চিন্তক অসিত কুমার চন্দ্র বইতরণীর পক্ষ থেকে এইদিন বইতরণী সাহিত্য সম্মান তুলে দেওয়া হয়শুক্লা গাঙ্গুলী, দ্যুতিমান ভট্টাচার্য, মহুয়া দাস ও অভিজিৎ দাস কর্মকারের হাতে। বইতরণীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে মানপত্র, রূপোর সরস্বতী, সাম্মানিক কুড়ি হাজার টাকাসহ তুলে দেওয়া হয়।
কবিতা পাঠে অংশ নেন সুব্রত সরকার, সুশীল হাটুই, স্বপন বন্দ্যোপাধ্যায়, উত্তম বেহেরা, রাজেশ্বরী ষড়ঙ্গী, চন্দ্রদীপা সেনশর্মা, মৌ গোস্বামী, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রসাদ মল্লিক, দেবলীনা চক্রবর্তী, অর্ক ব্যানার্জি, সুমন মুখোপাধ্যায়, তৌফিক হোসেন, সুস্মিতা বিশ্বাসপ্রমুখ কবি। “নারী তরবারি” শিরোনামের স্পটলাইট রাউন্ডে ছিল চারজন নারীর আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের কথা। রোশনারা খান, অমৃতা ভট্টাচার্য, ফারহা খাতুন, জয়শ্রী ভট্টাচার্য শোনান তাঁদের এগিয়ে চলার খ-চিত্র । সুচারু কথা সমন্বয় ঘটান সংহিতা মিত্র। “চলচ্চিত্র ও কবিতা” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন অশোক বিশ্বনাথন, সিদ্ধার্থ সাঁতরা ও অভিনন্দন মুখোপাধ্যায়। এই পর্বের সঞ্চালনা করেন সুমন সোম। “সুররিয়ালিজমের শতবর্ষ” বিষয়েগুরুত্বপূর্ণ আলোচনা করেন পায়েল সেনগুপ্ত, বিকাশ গণ চৌধুরী, অশোক বিশ্বনাথন, হিরণ মিত্র । এই পর্বের সঞ্চালক ছিলেন বিশ্বজিৎ রায়। “প্রচ্ছদের একাল সেকাল” বিষয়ে মূল্যবান আলোচনা করেন হিরণ মিত্র, দেবাশিস পাঠক, দেবাশিস চন্দ। এই পর্বটির কথা সমন্বয়কের ভূমিকা নেন চন্দন বাঙ্গাল। ইন্দ্রাণী সিনহা ও দীপ্তিমান সিনহার শ্রুতি নাটক লিটারারি মিটে অন্য মাত্রা এনে দেয়।
বিষ্ণুপুর লিটারেরি মিটের সম্পাদক কবি অরিজিৎ চক্রবর্তী জানান, “বিশিষ্ট কৃতিদের আগমনে এবং সুগভীর আলোচনায় অনুষ্ঠান একশো শতাংশ সফল। আগামী বছর আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে”। মঞ্চ সমন্বয়ের কাজটি সুচারুভাবে সম্পন্ন করেন মডেল, অভিনেত্রী সারা এম নাথ। তবে বিষ্ণুপুর উদয়ন লজে অনুষ্ঠিত বিষ্ণুপুর লিটারেরি মীট নিয়ে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
এবছর বইতরণী সাহিত্য পুরস্কার পেলেন কবিশুক্লা গাঙ্গুলীসহ আরও কয়েক কবি-লেখক।বইতরণীর আয়োজনে ভারতের প্রাচীন মন্দিরনগরী বিষ্ণুপুরে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলায় প্রথম লিটারেরি সম্মেলন “বিষ্ণুপুর লিটারারি মিট ২০২৫”। বিষ্ণুপুর মেলার মাঠ সংলগ্ন উদয়ন লজের উৎসব মঞ্চে ১৯ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় ধৃতি চট্টোপাধ্যায়ের সুরে হিরণ মিত্রের লাইভ পেইন্টিং-এর মাধ্যমে অনুষ্ঠানটির অনবদ্য শুভ সূচনা ঘটে। লিটারেরি মিটের মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন প-িত অনিমেষ শাস্ত্রী। অতিথিদের আসনে উপস্থিত ছিলেন শিল্পী হিরণ মিত্র, চলচ্চিত্র পরিচালক ও বিশিষ্ট চিন্তক অশোক বিশ্বনাথন, কবি পায়েল সেনগুপ্ত, প্রাবন্ধিক বিকাশ গণ চৌধুরী, কবি সুব্রত সরকার, কবি স্বপন বন্দ্যোপাধ্যায়, সাংস্কৃতিক চিন্তক অসিত কুমার চন্দ্র বইতরণীর পক্ষ থেকে এইদিন বইতরণী সাহিত্য সম্মান তুলে দেওয়া হয়শুক্লা গাঙ্গুলী, দ্যুতিমান ভট্টাচার্য, মহুয়া দাস ও অভিজিৎ দাস কর্মকারের হাতে। বইতরণীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে মানপত্র, রূপোর সরস্বতী, সাম্মানিক কুড়ি হাজার টাকাসহ তুলে দেওয়া হয়।
কবিতা পাঠে অংশ নেন সুব্রত সরকার, সুশীল হাটুই, স্বপন বন্দ্যোপাধ্যায়, উত্তম বেহেরা, রাজেশ্বরী ষড়ঙ্গী, চন্দ্রদীপা সেনশর্মা, মৌ গোস্বামী, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রসাদ মল্লিক, দেবলীনা চক্রবর্তী, অর্ক ব্যানার্জি, সুমন মুখোপাধ্যায়, তৌফিক হোসেন, সুস্মিতা বিশ্বাসপ্রমুখ কবি। “নারী তরবারি” শিরোনামের স্পটলাইট রাউন্ডে ছিল চারজন নারীর আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের কথা। রোশনারা খান, অমৃতা ভট্টাচার্য, ফারহা খাতুন, জয়শ্রী ভট্টাচার্য শোনান তাঁদের এগিয়ে চলার খ-চিত্র । সুচারু কথা সমন্বয় ঘটান সংহিতা মিত্র। “চলচ্চিত্র ও কবিতা” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন অশোক বিশ্বনাথন, সিদ্ধার্থ সাঁতরা ও অভিনন্দন মুখোপাধ্যায়। এই পর্বের সঞ্চালনা করেন সুমন সোম। “সুররিয়ালিজমের শতবর্ষ” বিষয়েগুরুত্বপূর্ণ আলোচনা করেন পায়েল সেনগুপ্ত, বিকাশ গণ চৌধুরী, অশোক বিশ্বনাথন, হিরণ মিত্র । এই পর্বের সঞ্চালক ছিলেন বিশ্বজিৎ রায়। “প্রচ্ছদের একাল সেকাল” বিষয়ে মূল্যবান আলোচনা করেন হিরণ মিত্র, দেবাশিস পাঠক, দেবাশিস চন্দ। এই পর্বটির কথা সমন্বয়কের ভূমিকা নেন চন্দন বাঙ্গাল। ইন্দ্রাণী সিনহা ও দীপ্তিমান সিনহার শ্রুতি নাটক লিটারারি মিটে অন্য মাত্রা এনে দেয়।
বিষ্ণুপুর লিটারেরি মিটের সম্পাদক কবি অরিজিৎ চক্রবর্তী জানান, “বিশিষ্ট কৃতিদের আগমনে এবং সুগভীর আলোচনায় অনুষ্ঠান একশো শতাংশ সফল। আগামী বছর আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে”। মঞ্চ সমন্বয়ের কাজটি সুচারুভাবে সম্পন্ন করেন মডেল, অভিনেত্রী সারা এম নাথ। তবে বিষ্ণুপুর উদয়ন লজে অনুষ্ঠিত বিষ্ণুপুর লিটারেরি মীট নিয়ে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।