সভাপতি মোকসেদুল হক সিরি এবং আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন।
প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের মোট ভোটার ছিল ৭৩৫ জন, ভোট কাস্ট হয় ৬৮১।
এতে মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক এবং রমজান আলী ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেলে নজিপুর পাবলিক মাঠে এক সম্মেলনে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
সভাপতি মোকসেদুল হক সিরি এবং আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন।
প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের মোট ভোটার ছিল ৭৩৫ জন, ভোট কাস্ট হয় ৬৮১।
এতে মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক এবং রমজান আলী ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেলে নজিপুর পাবলিক মাঠে এক সম্মেলনে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি।