বোয়ালখালী (চট্টগ্রাম) : সরিষার জমি প্রস্তুত করছেন কৃষক -সংবাদ
চট্টগ্রামের বোয়ালখালীতে আগাম সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। আমন ধান কাটার সাথে সাথে এই কাজ শুরু করেছেন , যাতে শীতের আগেই সরিষা বপন করা যায়।
সোমবার বিকেলে উপজেলার সারোয়াতলি, আমুচিয়া, করলডেঙ্গা ও জৈষ্টপুরা এলাকায় ঘুরে দেখা গেছে, একদিকে চলছে আমন ধান কাটার ধুম, অন্যদিকে সরিষা চাষের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন ও-ই এলাকার একাধিক কৃষক। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপন করা গেলে
ভালো ফলন পাওয়া যায় এবং পরে বোরো চাষেরও সময় মেলে। তাই আগাম সরিষা চাষের জন্যে কৃষকরা এখন জমি প্রস্তুত, আগাছা পরিষ্কার, কেউ জমি চাষ দিচ্ছেন, কেউবা আগাম জাতের সরিষা বপন করছেন। সারোয়াতলি ইউনিয়নের কৃষক মো. মোর্শেদ আলম বলেন, জমিতে ৪-৬ বার চাষ ও মই দিয়ে বীজ বপনের জন্য উপযুক্ত করতে হবে। এখন আগাম জাতের সরিষা বপন করলে ডিসেম্বরের শেষের দিকে ফুল আসবে, জানুয়ারিতে ফসল তোলা যাবে। এ বছর ৬০ শতক জমিতে সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন আহলা করলডেঙ্গা ইউনিয়নের কৃষক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, কৃষকরা সরকারি প্রণোদনার উপর নির্ভর করে সরিষা চাষের পরিমাণ বাড়াতে আগ্রহী। সরকারি প্রণোদনা পেলে আগামীতে সরিষার আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
সময় এবং খরচ কম হওয়ায় গত বছর যারা সরিষা চাষ করেছেন, তারা ভালো লাভবান হয়েছেন। আবাদ বাড়লে সরিষার তেল সয়াবিন তেলের তুলনায় কম দামে কিনতে পারবেন। এছাড়া সরিষা থেকে পাওয়া খৈল গরু ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে। এতে লাভের সম্ভাবনা আরও বাড়বে।’
?কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার বোয়ালখালীতে ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে ৫ হেক্টর। এর মধ্যে ১৫০ জন কৃষক পাবে সরিষার প্রণোদনা। পৌরসভা ও বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে প্রায় ২০ টির মতো প্রদর্শনী দেওয়া হবে বলে জানান উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।
তিনি বলেন, উন্নত জাতের বারি সরিষা- ১৪, বারি- ১৭, বারি-১৮ ও বীণা সরিষা ২০ এর চাষ করবেন কৃষকেরা। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ, আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি। অতিরিক্ত দায়িত্বরত? বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, বোয়ালখালীর পূর্বাঅঞ্চলের মাটি, শাকসবজি ও তেল, বীজ ফসলের জন্য বেশ উপযোগী। উন্নত জাতের সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে পরামর্শ প্রদান করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উৎপাদন যেমন বাড়বে তেমনি তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বোয়ালখালী (চট্টগ্রাম) : সরিষার জমি প্রস্তুত করছেন কৃষক -সংবাদ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে আগাম সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। আমন ধান কাটার সাথে সাথে এই কাজ শুরু করেছেন , যাতে শীতের আগেই সরিষা বপন করা যায়।
সোমবার বিকেলে উপজেলার সারোয়াতলি, আমুচিয়া, করলডেঙ্গা ও জৈষ্টপুরা এলাকায় ঘুরে দেখা গেছে, একদিকে চলছে আমন ধান কাটার ধুম, অন্যদিকে সরিষা চাষের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন ও-ই এলাকার একাধিক কৃষক। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপন করা গেলে
ভালো ফলন পাওয়া যায় এবং পরে বোরো চাষেরও সময় মেলে। তাই আগাম সরিষা চাষের জন্যে কৃষকরা এখন জমি প্রস্তুত, আগাছা পরিষ্কার, কেউ জমি চাষ দিচ্ছেন, কেউবা আগাম জাতের সরিষা বপন করছেন। সারোয়াতলি ইউনিয়নের কৃষক মো. মোর্শেদ আলম বলেন, জমিতে ৪-৬ বার চাষ ও মই দিয়ে বীজ বপনের জন্য উপযুক্ত করতে হবে। এখন আগাম জাতের সরিষা বপন করলে ডিসেম্বরের শেষের দিকে ফুল আসবে, জানুয়ারিতে ফসল তোলা যাবে। এ বছর ৬০ শতক জমিতে সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন আহলা করলডেঙ্গা ইউনিয়নের কৃষক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, কৃষকরা সরকারি প্রণোদনার উপর নির্ভর করে সরিষা চাষের পরিমাণ বাড়াতে আগ্রহী। সরকারি প্রণোদনা পেলে আগামীতে সরিষার আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
সময় এবং খরচ কম হওয়ায় গত বছর যারা সরিষা চাষ করেছেন, তারা ভালো লাভবান হয়েছেন। আবাদ বাড়লে সরিষার তেল সয়াবিন তেলের তুলনায় কম দামে কিনতে পারবেন। এছাড়া সরিষা থেকে পাওয়া খৈল গরু ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে। এতে লাভের সম্ভাবনা আরও বাড়বে।’
?কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার বোয়ালখালীতে ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে ৫ হেক্টর। এর মধ্যে ১৫০ জন কৃষক পাবে সরিষার প্রণোদনা। পৌরসভা ও বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে প্রায় ২০ টির মতো প্রদর্শনী দেওয়া হবে বলে জানান উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে।
তিনি বলেন, উন্নত জাতের বারি সরিষা- ১৪, বারি- ১৭, বারি-১৮ ও বীণা সরিষা ২০ এর চাষ করবেন কৃষকেরা। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ, আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি। অতিরিক্ত দায়িত্বরত? বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, বোয়ালখালীর পূর্বাঅঞ্চলের মাটি, শাকসবজি ও তেল, বীজ ফসলের জন্য বেশ উপযোগী। উন্নত জাতের সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে পরামর্শ প্রদান করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উৎপাদন যেমন বাড়বে তেমনি তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে।