image
ছবি: সংগৃহীত

দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি: বিএসএমএমইউ উপাচার্য

গুজবে আতংকিত না হওয়ার পরামর্শ

মঙ্গলবার, ২৪ মে ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এখনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো এই রোগী পাওয়া যায়নি। তবে করোনা মহামারীর সময় ব্ল্যাক ফাঙ্গাসকে যেমন ভাবে বাংলাদেশে আতংক সৃষ্টি করতে দেই নেই। সে রকম ভাবে আমরা মাঙ্কিপক্সের ভাইরাসের জন্য আমরা প্রস্ততি নিয়েছি। দেশের মানুষকে যে কোন ধরনের গুজব বা আতংক এড়িয়ে চলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মত এই রোগ থেকেও আমরা জাতিকে নিরাপদ রাখতে পারব।

করোনা মহামারীর রেশ কাটতে না কাটতে মাঙ্কিপক্স যখন উদ্যোগের নতুন কারন হয়ে দেখা দিয়েছে। তখন ভবিষতে যে কোন ধরনের মহামারী মোকাবেলায় বিশ্ববাসীকে এক সঙ্গে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ মে) মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিল্টন হলে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিসি এই সব কথা বলেন।

ভিসি বলেন, বিশ্বে আরও একটি ভাইরাস জেঁকে বসবার উপক্রম দেখা দিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, জার্মানী, নেদারল্যান্ড, মার্কিনযুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ১৪টি দেশে একটি ফুসকুড়িসহ জ্বরের ঘটনা ঘটেছে। যা মাঙ্কিপক্স হিসেবে নির্ণয় করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা মাঙ্কিপক্সকে শনাক্তযোগ্যও বর্ধনশীল ব্যাধি হিসেবে বর্ণনা করেছেন। এরই মধ্যে এই রোগ প্রতিরোধে সকল ধরনের সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি