image

আনসার আল ইসলামের প্রশিক্ষক ও রিক্রুটিং শাখার প্রধান গ্রেপ্তার

শনিবার, ২৫ মে ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই আঞ্চলিক প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ মে) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে উগ্রবাদী পুস্তিকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, আজ শনিবার বেলা ১১টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি