রাজধানীর শাহীনবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই আহত হয়েছেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে তাস খেলার সময় কথা-কাটাকাটির জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ঘটনার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে তিনটার মো. রনি (২৮) নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রনির ভাই রফিককে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রনি ভাড়ায় বাইক চালাতেন। তার ভাইয়ের চায়ের দোকান রয়েছে।
শাহীনবাগে ৬ নম্বর গলির বাসার কাছে তাস খেলার সময় রনি ও রফিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে জানিয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এই ঘটনায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
“মূল যে আসামি, তাকে গ্রেপ্তারে ঢাকার বাইরে একটি টিম কাজ করছে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রনির ভাগনে জুয়েল দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিবেশী মোরশেদ। এসময় রনির ভাই এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।
কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শনিবার, ২৫ মে ২০২৪
রাজধানীর শাহীনবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই আহত হয়েছেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে তাস খেলার সময় কথা-কাটাকাটির জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ঘটনার পর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে তিনটার মো. রনি (২৮) নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রনির ভাই রফিককে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রনি ভাড়ায় বাইক চালাতেন। তার ভাইয়ের চায়ের দোকান রয়েছে।
শাহীনবাগে ৬ নম্বর গলির বাসার কাছে তাস খেলার সময় রনি ও রফিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে জানিয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এই ঘটনায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
“মূল যে আসামি, তাকে গ্রেপ্তারে ঢাকার বাইরে একটি টিম কাজ করছে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রনির ভাগনে জুয়েল দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিবেশী মোরশেদ। এসময় রনির ভাই এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।
কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।