নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে মেট্রোরেল চার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। এই দিনগুলো হলো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রক্টর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন, ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ উদযাপন এবং ১ জানুয়ারি নতুন ইংরেজি বছরের প্রথম দিন হওয়ায় এসব তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম বেশি হয়।
প্রক্টর আরও জানান, ক্যাম্পাসের ছয়টি সড়কপথ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মেট্রো স্টেশন চালু থাকলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই চার দিন স্টেশন বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রক্টর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের রদবদলের কথাও জানান। নতুন সিদ্ধান্তে সিন্ডিকেট থেকে বাদ পড়েছেন অধ্যাপক আব্দুস ছামাদ, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপক আবু মোহাম্মদ আহসান, সহযোগী অধ্যাপক শরীফ উল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাহিন মোহিদ। পদ-পদবি পরিবর্তনের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে।
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে মেট্রোরেল চার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। এই দিনগুলো হলো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রক্টর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন, ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ উদযাপন এবং ১ জানুয়ারি নতুন ইংরেজি বছরের প্রথম দিন হওয়ায় এসব তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম বেশি হয়।
প্রক্টর আরও জানান, ক্যাম্পাসের ছয়টি সড়কপথ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মেট্রো স্টেশন চালু থাকলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই চার দিন স্টেশন বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রক্টর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের রদবদলের কথাও জানান। নতুন সিদ্ধান্তে সিন্ডিকেট থেকে বাদ পড়েছেন অধ্যাপক আব্দুস ছামাদ, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপক আবু মোহাম্মদ আহসান, সহযোগী অধ্যাপক শরীফ উল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাহিন মোহিদ। পদ-পদবি পরিবর্তনের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে।