প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে সিদ্ধান্ত পরিবর্তন
সাত ঘণ্টার বেশি সময় ধরে চলা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দুপুর সাড়ে তিনটার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম আন্দোলনকারীদের জানান, প্রধান উপদেষ্টা আগামী রোববার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসবেন। তবে এতে তারা অবরোধ প্রত্যাহার করেননি। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
এরপর শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে আমাদের তিনজন প্রতিনিধি আজ আমাদের সঙ্গে বসবেন। আগামীকাল সারজিস আলম ও হাসনাত ভাই শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা হবে। এই শর্তে আমরা আজকের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।"
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে সিদ্ধান্ত পরিবর্তন
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সাত ঘণ্টার বেশি সময় ধরে চলা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দুপুর সাড়ে তিনটার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম আন্দোলনকারীদের জানান, প্রধান উপদেষ্টা আগামী রোববার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসবেন। তবে এতে তারা অবরোধ প্রত্যাহার করেননি। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
এরপর শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে আমাদের তিনজন প্রতিনিধি আজ আমাদের সঙ্গে বসবেন। আগামীকাল সারজিস আলম ও হাসনাত ভাই শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা হবে। এই শর্তে আমরা আজকের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।"