পুলিশ ও কর্তৃপক্ষের বাধার কারণে এবার পুরান ঢাকার গেন্ডারিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
শুক্রবার সকালে উৎসবটি করার কথা থাকলেও ‘অনেকের কাছ থেকে আপত্তি’ আসার কথা বলে চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করে। পরে আয়োজকরা একই সময়ে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে উৎসব করার চেষ্টা করেন। তবে পুলিশের পক্ষ থেকে ‘অনুমতি না থাকার’ কথা জানিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানিয়েছেন, কোভিড মহামারী ছাড়া ১৯ বছরের ধারাবাহিকতায় এই উৎসব কখনও বন্ধ হয়নি। এবার বাধার কারণে তা করা সম্ভব হয়নি।
তবে উৎসব করতে না পারলেও আয়োজনকারীরা জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের চিত্রাংকন এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে স্মরণ করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, গেন্ডারিয়াতে শরৎ উৎসব করার বিষয়ে কোনো পূর্ব-অনুমতি নেওয়া হয়নি।
মানজার চৌধুরী অভিযোগ করেছেন, চারুকলার বকুলতলায় অনুষ্ঠান করার জন্য তাদের লিখিত অনুমতি থাকলেও অনুষ্ঠান স্থান প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি বলেন, “অনুষ্ঠান সকাল সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা। আগের রাতেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু চারুকলার গেইট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।”
চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম জানান, অনুষ্ঠান নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষের আপত্তির কারণে অনুষ্ঠান বকুলতলায় করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কারা এবং কী ধরনের আপত্তি জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে পারেননি।
২৬ সেপ্টেম্বর চারুকলার বকুলতলায় ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ আয়োজিত একটি শরৎ উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
---
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
পুলিশ ও কর্তৃপক্ষের বাধার কারণে এবার পুরান ঢাকার গেন্ডারিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
শুক্রবার সকালে উৎসবটি করার কথা থাকলেও ‘অনেকের কাছ থেকে আপত্তি’ আসার কথা বলে চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করে। পরে আয়োজকরা একই সময়ে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে উৎসব করার চেষ্টা করেন। তবে পুলিশের পক্ষ থেকে ‘অনুমতি না থাকার’ কথা জানিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানিয়েছেন, কোভিড মহামারী ছাড়া ১৯ বছরের ধারাবাহিকতায় এই উৎসব কখনও বন্ধ হয়নি। এবার বাধার কারণে তা করা সম্ভব হয়নি।
তবে উৎসব করতে না পারলেও আয়োজনকারীরা জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের চিত্রাংকন এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে স্মরণ করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, গেন্ডারিয়াতে শরৎ উৎসব করার বিষয়ে কোনো পূর্ব-অনুমতি নেওয়া হয়নি।
মানজার চৌধুরী অভিযোগ করেছেন, চারুকলার বকুলতলায় অনুষ্ঠান করার জন্য তাদের লিখিত অনুমতি থাকলেও অনুষ্ঠান স্থান প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি বলেন, “অনুষ্ঠান সকাল সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা। আগের রাতেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু চারুকলার গেইট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।”
চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম জানান, অনুষ্ঠান নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষের আপত্তির কারণে অনুষ্ঠান বকুলতলায় করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কারা এবং কী ধরনের আপত্তি জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে পারেননি।
২৬ সেপ্টেম্বর চারুকলার বকুলতলায় ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ আয়োজিত একটি শরৎ উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
---