তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন।
ত্রাণের মধ্যে রয়েছে, ৩৯০০ পিস লং জ্যাকেট, ১০০০ পিছ স্লিপিং ব্যাগ, ৬৮টি পিস তাবু, ১৭টি জেনারেটর এবং ২০টি রুম হিটার। গতকাল রোববার ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে এসব পণ্য হস্তান্তর করা হয় বলে এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণ সহয়াতার লক্ষ্যে এসোসিয়েশনের সদস্য, তাদের পরিবার ও শুভাকাঙ্খীদের প্রদত্ত মোট ৫০ লাখ ৮১ হাজার টাকা দিয়ে এসব পণ্য ক্রয় করা হয়। এ সময় মহাসচিব ফারহন নূর, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল ইমরান চিশতীসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন।
ত্রাণের মধ্যে রয়েছে, ৩৯০০ পিস লং জ্যাকেট, ১০০০ পিছ স্লিপিং ব্যাগ, ৬৮টি পিস তাবু, ১৭টি জেনারেটর এবং ২০টি রুম হিটার। গতকাল রোববার ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে এসব পণ্য হস্তান্তর করা হয় বলে এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণ সহয়াতার লক্ষ্যে এসোসিয়েশনের সদস্য, তাদের পরিবার ও শুভাকাঙ্খীদের প্রদত্ত মোট ৫০ লাখ ৮১ হাজার টাকা দিয়ে এসব পণ্য ক্রয় করা হয়। এ সময় মহাসচিব ফারহন নূর, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল ইমরান চিশতীসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।