ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৪৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম ওই কিশোরীকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে নতুনবাজার এলাকার নির্জন কলাবাগানে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া
হয়। এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৪৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম ওই কিশোরীকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে নতুনবাজার এলাকার নির্জন কলাবাগানে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া
হয়। এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।