চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা
বুধবার রাতে মালিবাগে বোরকা পরে জুয়েয়ারি দোকানে চুরির উদ্দেশে দু’জনের ঢোকার ছবি এভাবেই সিসি ক্যামেরায় ধরা পড়ে
রাজধানীতে মৌচাক মোড়ের ফরচুন শপিংমল থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ তুলেছে সেখানকার শম্পা জুয়েলার্স। গতকাল ভোরে ঘটা এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে ঢুকছেন।
দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের ভাষ্য,দোকান থেকে মোট ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়েছে বোরখা পরা ওই চোর চক্রের সদস্যরা। ‘ডিসপ্লেতে ৪০০ ভরির মতো স্বর্ণালংকার ছিল। এছাড়া ভেতরে আরও ১০০ ভরি স্বর্ণালংকার ছিল, যেগুলো গ্রাহকদের কাছ থেকে বন্ধকি সম্পদ হিসেবে নিয়ে রাখা হয়েছিল। এছাড়া চোরেরা ক্যাশের কিছু টাকাও নিয়ে গেছে।’ স্বর্ণের বাজারে চুরি যাওয়া এই স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা।
দোকান মালিক বলছেন, অন্য দিনের মতো গতকাল বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। ভোরবেলা মার্কেটের সিকিউরিটি গার্ডের কলে ঘুম ভাঙে তার। এসে দেখেন আর কিছু নেই। ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। পুলিশ তদন্ত করছে।
চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা
বুধবার রাতে মালিবাগে বোরকা পরে জুয়েয়ারি দোকানে চুরির উদ্দেশে দু’জনের ঢোকার ছবি এভাবেই সিসি ক্যামেরায় ধরা পড়ে
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
রাজধানীতে মৌচাক মোড়ের ফরচুন শপিংমল থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ তুলেছে সেখানকার শম্পা জুয়েলার্স। গতকাল ভোরে ঘটা এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে ঢুকছেন।
দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের ভাষ্য,দোকান থেকে মোট ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়েছে বোরখা পরা ওই চোর চক্রের সদস্যরা। ‘ডিসপ্লেতে ৪০০ ভরির মতো স্বর্ণালংকার ছিল। এছাড়া ভেতরে আরও ১০০ ভরি স্বর্ণালংকার ছিল, যেগুলো গ্রাহকদের কাছ থেকে বন্ধকি সম্পদ হিসেবে নিয়ে রাখা হয়েছিল। এছাড়া চোরেরা ক্যাশের কিছু টাকাও নিয়ে গেছে।’ স্বর্ণের বাজারে চুরি যাওয়া এই স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা।
দোকান মালিক বলছেন, অন্য দিনের মতো গতকাল বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। ভোরবেলা মার্কেটের সিকিউরিটি গার্ডের কলে ঘুম ভাঙে তার। এসে দেখেন আর কিছু নেই। ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। পুলিশ তদন্ত করছে।