ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং ইসমাইল হোসেন (১৭), তামিম খান (১৬), সালাইমান আজিমন (১৫) তানিব (১৭) এবং রেদোয়ান (১৭)’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত ধারালো অস্ত্র এবং গ্রেপ্তারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং ইসমাইল হোসেন (১৭), তামিম খান (১৬), সালাইমান আজিমন (১৫) তানিব (১৭) এবং রেদোয়ান (১৭)’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত ধারালো অস্ত্র এবং গ্রেপ্তারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।