তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনের ৩৫টি সামরিক বিমান, ৮টি নৌবাহিনীর জাহাজ ও ২টি সরকারি জাহাজ তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছে। এর মধ্যে ২৫টি বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) তারা এই তথ্য জানিয়েছে।
এর আগের দিনও ৩১টি চীনা বিমান এবং সাতটি যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমানায় প্রবেশ করেছিল।
এসব ঘটনাকে তাইওয়ান নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে। চীন একই দিনে (১৪ মে) জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এই উৎক্ষেপণের পথ তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যায়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উৎক্ষেপণ উচ্চমাত্রার ছিল এবং তাইওয়ানের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করেনি, তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
রোববার, ১৮ মে ২০২৫
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনের ৩৫টি সামরিক বিমান, ৮টি নৌবাহিনীর জাহাজ ও ২টি সরকারি জাহাজ তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছে। এর মধ্যে ২৫টি বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) তারা এই তথ্য জানিয়েছে।
এর আগের দিনও ৩১টি চীনা বিমান এবং সাতটি যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমানায় প্রবেশ করেছিল।
এসব ঘটনাকে তাইওয়ান নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে। চীন একই দিনে (১৪ মে) জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এই উৎক্ষেপণের পথ তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যায়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উৎক্ষেপণ উচ্চমাত্রার ছিল এবং তাইওয়ানের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করেনি, তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।