বাংলাদেশে ইতোমধ্যে ৫জি পরিষেবা চালু হয়েছে। এই সেবা স্মার্টফোন অভিজ্ঞতা ও ডিজিটাল সেবার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদী এই খাত সংশ্লিষ্টরা। স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফাইভজি-সমর্থন করে এমন ডিভাইস নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্রাহকদের জন্য ৫জি সেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে ক্যামন ৪০ সিরিজ। এতে রয়েছে অত্যাধুনিক এআই ফিচার, শক্তিশালী ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়। ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি, আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং প্রোডাক্টিভিটি টুলসের মতো উদ্ভাবনের মাধ্যমে, ক্যামন ৪০ প্রো এবং ক্যামন ৪০ প্রো ফাইভজি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।
টেকনো ক্যামন ৪০ প্রো ফাইভজি: এই ফোনটি মূলত যারা ক্যামেরা ও স্মুথ পারফরম্যান্সকে অগ্রাধিকার দেন তাদের জন্য উপযুক্ত। ফোনটি বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে- গ্যালাক্সি ব্ল্যাক, এমেরাল্ড লেক গ্রীন ও গ্লেসিয়ার হোয়াইট। ৭.২৯ মিমি পুরু এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। ৮ জিবি ফিজিক্যাল র?্যাম, ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এই ফোনটির অন্যতম বড় আকর্ষণ হলো এর ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলিউশন ১০৮০ বাই ২৪৩৬ পিক্সেল এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট।
এর ১/১.৫৬ ইঞ্চি সেন্সর সাইজ এবং ওআইএস সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা রাতের অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, যা গ্রুপ ফটো বা প্রকৃতিক দৃশ্য ধারণে কার্যকর। রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সাথে অটোফোকাস।
ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং সাপোর্ট। ফোনটিতে রয়েছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, যা দিয়ে বাসার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। ডিভাইসটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা।
টেকনো ক্যামন ৪০ প্রো: স্মার্টফোনটির অ্যামোলেড ডিসপ্লের ১৪৪হার্জ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের মসৃণ স্ক্রলিং ও ইন্টারঅ্যাকশন সুবিধা দিবে। ফোনটি আইপি৬৮/৬৯ সনদপ্রাপ্ত ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট, ফলে এটি ধুলো এবং পানির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত।
ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনের আরেকটি কার্যকর ফিচার হলো ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি। এই ফিচার ব্যবহার করে খুব দ্রুতগতির ও মুভিং সাবজেক্টের ছবি স্পষ্টভাবে তোলা যাবে।
ফোনটিতে রয়েছে এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, এআই ইমেজ এক্সটেন্ডার, এআই শার্পনেস প্লাস, এআই পারফেক্ট ফেস, এআইজিসি পোর্ট্রেট ২.০), এআই প্রোডাক্টিভিটি ফিচার (এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ) এবং এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট।
হেলিও জি১০০ আনলিমিটেড প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। সাথে আছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম ২৭,৯৯৯ টাকা।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
বাংলাদেশে ইতোমধ্যে ৫জি পরিষেবা চালু হয়েছে। এই সেবা স্মার্টফোন অভিজ্ঞতা ও ডিজিটাল সেবার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদী এই খাত সংশ্লিষ্টরা। স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফাইভজি-সমর্থন করে এমন ডিভাইস নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্রাহকদের জন্য ৫জি সেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে ক্যামন ৪০ সিরিজ। এতে রয়েছে অত্যাধুনিক এআই ফিচার, শক্তিশালী ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়। ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি, আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং প্রোডাক্টিভিটি টুলসের মতো উদ্ভাবনের মাধ্যমে, ক্যামন ৪০ প্রো এবং ক্যামন ৪০ প্রো ফাইভজি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।
টেকনো ক্যামন ৪০ প্রো ফাইভজি: এই ফোনটি মূলত যারা ক্যামেরা ও স্মুথ পারফরম্যান্সকে অগ্রাধিকার দেন তাদের জন্য উপযুক্ত। ফোনটি বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে- গ্যালাক্সি ব্ল্যাক, এমেরাল্ড লেক গ্রীন ও গ্লেসিয়ার হোয়াইট। ৭.২৯ মিমি পুরু এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। ৮ জিবি ফিজিক্যাল র?্যাম, ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এই ফোনটির অন্যতম বড় আকর্ষণ হলো এর ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলিউশন ১০৮০ বাই ২৪৩৬ পিক্সেল এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট।
এর ১/১.৫৬ ইঞ্চি সেন্সর সাইজ এবং ওআইএস সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা রাতের অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, যা গ্রুপ ফটো বা প্রকৃতিক দৃশ্য ধারণে কার্যকর। রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সাথে অটোফোকাস।
ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং সাপোর্ট। ফোনটিতে রয়েছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, যা দিয়ে বাসার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। ডিভাইসটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা।
টেকনো ক্যামন ৪০ প্রো: স্মার্টফোনটির অ্যামোলেড ডিসপ্লের ১৪৪হার্জ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের মসৃণ স্ক্রলিং ও ইন্টারঅ্যাকশন সুবিধা দিবে। ফোনটি আইপি৬৮/৬৯ সনদপ্রাপ্ত ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট, ফলে এটি ধুলো এবং পানির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত।
ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনের আরেকটি কার্যকর ফিচার হলো ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি। এই ফিচার ব্যবহার করে খুব দ্রুতগতির ও মুভিং সাবজেক্টের ছবি স্পষ্টভাবে তোলা যাবে।
ফোনটিতে রয়েছে এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, এআই ইমেজ এক্সটেন্ডার, এআই শার্পনেস প্লাস, এআই পারফেক্ট ফেস, এআইজিসি পোর্ট্রেট ২.০), এআই প্রোডাক্টিভিটি ফিচার (এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ) এবং এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট।
হেলিও জি১০০ আনলিমিটেড প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। সাথে আছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম ২৭,৯৯৯ টাকা।