alt

বাংলাদেশে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে আশাবাদী মহাসচিব

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের এগিয়ে চলার সঙ্গে এই অঞ্চলের আরেকটি সহযোগিতা সংস্থা সার্কের ঝিমিয়ে পড়ার কোনো সম্পর্ক দেখছেন না বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পাণ্ডে বলেন, ১৯৯৭ সালে যখন চার দেশ নিয়ে বিমসটেক গঠিত হয়, তখন সার্ক ছিল ‘বর্ধনশীল’ আঞ্চলিক সংস্থা, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। তিনি আরো বলেন, “সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, একটি সংস্থার ক্ষেত্রে সহযোগিতা কমতির সঙ্গে বিমসটেক গঠনের কোনো সংযোগ নেই।”

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশও বিমসটেকের ছাতার নিচে থাকার কথা তুলে ধরে পাণ্ডে বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের নিজস্ব এজেন্ডা, অভিষ্ট, ও সনদ রয়েছে। সার্কের ক্ষেত্রেও তেমন ছিল। তিনি জানান, বিশ্বব্যাপী দেখা যায়, দেশগুলো কেবল একটি আঞ্চলিক বা বৈশ্বিক জোটের সদস্য হয় না, বরং সুনির্দিষ্ট এজেন্ডা এগিয়ে নিতে তারা কোনো একটি জোটে অন্তর্ভুক্ত হয়ে একযোগে কাজ করে। সুতরাং, আঞ্চলিক সংস্থাগুলো একসঙ্গে সহাবস্থান করতে পারে।

বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশেন (আইওআরএ) এবং আসিয়ানের সদস্য থাকার প্রসঙ্গও টানেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক। প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ২০০৭ সালে যোগ দেয় আফগানিস্তান। সার্কের জোরালো কার্যক্রম চলার মধ্যে ১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিস্ট-টেক) যাত্রা শুরু করে। সেই বছরই মিয়ানমার এই জোটে যুক্ত হওয়ার পর নাম হয় ‘বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’। ২০০৪ সালে নেপালও সদস্যপদ পায় বিমসটেকের। এরপর দেশের নামের আদ্যক্ষরে পরিবর্তে সংস্থার নামকরণ করা হয় ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক’। বর্তমানে সাত দেশের জোট বিমসটেকের সদস্য পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান নেই।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণে প্রায় এক দশকের বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে সার্ক। ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন না হওয়ায় দক্ষিণ এশিয়ার নেতাদের একমঞ্চে আনতে পারেনি এই আঞ্চলিক সংস্থা।

গত অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করণের উদ্যোগ নিয়েছেন। তিনি গত ১২ ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞদের সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি।” তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যকার ‘কিছু ইস্যুর জন্য’ সার্ক সক্রিয় হচ্ছে না, কিন্তু আমি মনে করি, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না।”

ইউনূস বলেন, “প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে যে ‘আমরা একসঙ্গে আছি’।”

ভারতীয় সংবাদমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি লিখেছেন, “দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এক দশকেরও বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার সার্ককে কার্যকর করার জন্য ‘আন্তরিক উদ্যোগ’ গ্রহণ করেছে।” তবে, তিনি উল্লেখ করেছেন, “এখন পর্যন্ত ভারতের ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। আমরা মনে করি না এই উদ্যোগ নিয়ে ভারতের ভয় পাওয়ার কিছু আছে।”

সাবেক কূটনৈতিক তৌহিদ হোসেন লিখেছেন, “আমরা জানি, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতা বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। তবে, হাজার মাইলের যাত্রা একটি ছোট পদক্ষেপে থেকেই শুরু হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের নেতৃবৃন্দ কি অন্তত একটি সম্মেলনে একসঙ্গে ছবি তুলে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রদর্শন করতে পারেন না?”

এদিকে, সার্কের অকার্যকর অবস্থার মধ্যে আগামী ৪ এপ্রিল ব্যাংককে শীর্ষ সম্মেলন মিলিত হচ্ছেন বিমসটেক নেতারা। ওই সম্মেলনের মাধ্যমে সংস্থার পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। সদস্য দেশগুলো চাইলে সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকও হতে পারে।

এদিকে, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বললেও ঢাকায় রাজনৈতিক পটপরিবর্তন পর বিমসটেকের সঙ্গে কাজের অঙ্গীকারে কোনো পরিবর্তন না হওয়ার কথা বলেন বিমসটেক মহাসচিব। তিনি বলেন, “রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও আমরা বাংলাদেশ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে নিশ্চয়তা পেয়েছি, ভবিষ্যতে বিমসটেককে কেবল পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা হবে না, বরং সহযোগিতা গভীর ও জোরালো করা হবে।”

কোনো সদস্য দেশ থেকে সহযোগিতার বিষয়ে কোনো দ্বিধা না থাকার কথা তুলে ধরে বিমসটেক মহাসচিব বলেন, “কারণ তারা দেখতে পাচ্ছে, একযোগে কাজ করার মাধ্যমে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে।”

এবারের শীর্ষ সম্মেলনে বিমসটেক দেশগুলোর মধ্যে নৌ পরিবহন সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।

ছবি

সাবেক বিচারপতিসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১,০৬৯ জন

জামিনে মুক্তি পাওয়া আ’লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

ছবি

তদন্ত প্রতিবেদন: পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়

ছবি

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার আগ্রহ আয়ারল্যান্ডের

ছবি

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে, আশা সেনাবাহিনীর

ছবি

অগ্নিঝুঁকিতে বেনাপোল স্থলবন্দরের পণ্যাগার, ব্যবসায়ীদের উদ্বেগ, নিরাপত্তা জোরদার

ছবি

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ফিরবে ব্যারাকে: জিওসি মাইনুর রহমান

ছবি

নিষিদ্ধ দলের মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ: প্রেস সচিব

দায়িত্ব পালনে অযোগ্যতা: হাই কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের অপসারণ

ছবি

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

ছবি

আইসিটি মামলায় আটক ১৫ সেনা কর্মকর্তার চাকরি নিয়ে সেনাসদরের ব্যাখ্যা: “এটি একটি আইনগত প্রক্রিয়া”

ছবি

১৪ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা, আইনের মাধ্যমে ফয়সালা করা হবে: স্বরাষ্ট্র্র উপদেষ্টা

ছবি

আরপিও সংশোধন অধ্যাদেশ জারি: বিএনপির আপত্তি আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার

কোটা আন্দোলনে হামলায় ঢাবির আরও ২৭৫ শিক্ষার্থী অভিযুক্ত

ছবি

নির্বাচন: দেড় লাখের মধ্যে ৪৮ হাজার পুলিশের প্রশিক্ষণ শেষ

আবু সাঈদ হত্যা মামলায় তিনবারেও সাক্ষী হাজিরে ব্যর্থ প্রসিকিউশন

ছবি

নভেম্বর মাসেও কমছে না ডেঙ্গু, পরিস্থিতি উদ্বেগজনক

ছবি

সনদ, গণভোট: দলগুলোকে দ্রুত ‘সিদ্ধান্ত’ নেয়ার আহ্বান, নইলে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার

ছবি

ডেঙ্গু ও নিউমোনিয়ায় মাধবদীতে উদ্বেগজনক পরিস্থিতি

ছবি

বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিটিআরসির প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে: আইএসপিএবি

ছবি

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ জন

ছবি

পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিল

ছবি

দেশ কোন পথে যাবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: সিইসি

ছবি

গুলিবিদ্ধ নাদিমের পেট থেকে রক্ত ঝরছিল: তাবাসুম

ছবি

‘নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না’

ছবি

গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

ছবি

বাপা-বেনের মতবিনিময়: তিস্তা প্রকল্পে স্বচ্ছতা, আঞ্চলিক সহযোগিতা ও পরিবেশ রক্ষার দাবি

ছবি

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

ছবি

সুপ্রিম কোর্টে শুনানিতে নেপালের প্রধান বিচারপতি

ছবি

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান চায় এমএফসি

ছবি

ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

ছবি

বিদেশি এয়ারলাইন্স: জিএসএ নিয়োগ বহাল রাখার দাবি

ছবি

জেল হত্যা দিবস আজ

ছবি

তৃতীয় ধাপের হালনাগাদে ১৩ লাখের বেশি নতুন ভোটার: ইসি সচিব

tab

বাংলাদেশে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে আশাবাদী মহাসচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের এগিয়ে চলার সঙ্গে এই অঞ্চলের আরেকটি সহযোগিতা সংস্থা সার্কের ঝিমিয়ে পড়ার কোনো সম্পর্ক দেখছেন না বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পাণ্ডে বলেন, ১৯৯৭ সালে যখন চার দেশ নিয়ে বিমসটেক গঠিত হয়, তখন সার্ক ছিল ‘বর্ধনশীল’ আঞ্চলিক সংস্থা, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। তিনি আরো বলেন, “সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, একটি সংস্থার ক্ষেত্রে সহযোগিতা কমতির সঙ্গে বিমসটেক গঠনের কোনো সংযোগ নেই।”

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশও বিমসটেকের ছাতার নিচে থাকার কথা তুলে ধরে পাণ্ডে বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের নিজস্ব এজেন্ডা, অভিষ্ট, ও সনদ রয়েছে। সার্কের ক্ষেত্রেও তেমন ছিল। তিনি জানান, বিশ্বব্যাপী দেখা যায়, দেশগুলো কেবল একটি আঞ্চলিক বা বৈশ্বিক জোটের সদস্য হয় না, বরং সুনির্দিষ্ট এজেন্ডা এগিয়ে নিতে তারা কোনো একটি জোটে অন্তর্ভুক্ত হয়ে একযোগে কাজ করে। সুতরাং, আঞ্চলিক সংস্থাগুলো একসঙ্গে সহাবস্থান করতে পারে।

বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশেন (আইওআরএ) এবং আসিয়ানের সদস্য থাকার প্রসঙ্গও টানেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক। প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ২০০৭ সালে যোগ দেয় আফগানিস্তান। সার্কের জোরালো কার্যক্রম চলার মধ্যে ১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিস্ট-টেক) যাত্রা শুরু করে। সেই বছরই মিয়ানমার এই জোটে যুক্ত হওয়ার পর নাম হয় ‘বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’। ২০০৪ সালে নেপালও সদস্যপদ পায় বিমসটেকের। এরপর দেশের নামের আদ্যক্ষরে পরিবর্তে সংস্থার নামকরণ করা হয় ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক’। বর্তমানে সাত দেশের জোট বিমসটেকের সদস্য পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান নেই।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণে প্রায় এক দশকের বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে সার্ক। ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন না হওয়ায় দক্ষিণ এশিয়ার নেতাদের একমঞ্চে আনতে পারেনি এই আঞ্চলিক সংস্থা।

গত অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করণের উদ্যোগ নিয়েছেন। তিনি গত ১২ ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞদের সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি।” তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যকার ‘কিছু ইস্যুর জন্য’ সার্ক সক্রিয় হচ্ছে না, কিন্তু আমি মনে করি, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না।”

ইউনূস বলেন, “প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে যে ‘আমরা একসঙ্গে আছি’।”

ভারতীয় সংবাদমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি লিখেছেন, “দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এক দশকেরও বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার সার্ককে কার্যকর করার জন্য ‘আন্তরিক উদ্যোগ’ গ্রহণ করেছে।” তবে, তিনি উল্লেখ করেছেন, “এখন পর্যন্ত ভারতের ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। আমরা মনে করি না এই উদ্যোগ নিয়ে ভারতের ভয় পাওয়ার কিছু আছে।”

সাবেক কূটনৈতিক তৌহিদ হোসেন লিখেছেন, “আমরা জানি, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতা বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। তবে, হাজার মাইলের যাত্রা একটি ছোট পদক্ষেপে থেকেই শুরু হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের নেতৃবৃন্দ কি অন্তত একটি সম্মেলনে একসঙ্গে ছবি তুলে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রদর্শন করতে পারেন না?”

এদিকে, সার্কের অকার্যকর অবস্থার মধ্যে আগামী ৪ এপ্রিল ব্যাংককে শীর্ষ সম্মেলন মিলিত হচ্ছেন বিমসটেক নেতারা। ওই সম্মেলনের মাধ্যমে সংস্থার পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। সদস্য দেশগুলো চাইলে সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকও হতে পারে।

এদিকে, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বললেও ঢাকায় রাজনৈতিক পটপরিবর্তন পর বিমসটেকের সঙ্গে কাজের অঙ্গীকারে কোনো পরিবর্তন না হওয়ার কথা বলেন বিমসটেক মহাসচিব। তিনি বলেন, “রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও আমরা বাংলাদেশ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে নিশ্চয়তা পেয়েছি, ভবিষ্যতে বিমসটেককে কেবল পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা হবে না, বরং সহযোগিতা গভীর ও জোরালো করা হবে।”

কোনো সদস্য দেশ থেকে সহযোগিতার বিষয়ে কোনো দ্বিধা না থাকার কথা তুলে ধরে বিমসটেক মহাসচিব বলেন, “কারণ তারা দেখতে পাচ্ছে, একযোগে কাজ করার মাধ্যমে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে।”

এবারের শীর্ষ সম্মেলনে বিমসটেক দেশগুলোর মধ্যে নৌ পরিবহন সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।

back to top