alt

জাতীয়

বাংলাদেশে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে আশাবাদী মহাসচিব

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের এগিয়ে চলার সঙ্গে এই অঞ্চলের আরেকটি সহযোগিতা সংস্থা সার্কের ঝিমিয়ে পড়ার কোনো সম্পর্ক দেখছেন না বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পাণ্ডে বলেন, ১৯৯৭ সালে যখন চার দেশ নিয়ে বিমসটেক গঠিত হয়, তখন সার্ক ছিল ‘বর্ধনশীল’ আঞ্চলিক সংস্থা, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। তিনি আরো বলেন, “সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, একটি সংস্থার ক্ষেত্রে সহযোগিতা কমতির সঙ্গে বিমসটেক গঠনের কোনো সংযোগ নেই।”

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশও বিমসটেকের ছাতার নিচে থাকার কথা তুলে ধরে পাণ্ডে বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের নিজস্ব এজেন্ডা, অভিষ্ট, ও সনদ রয়েছে। সার্কের ক্ষেত্রেও তেমন ছিল। তিনি জানান, বিশ্বব্যাপী দেখা যায়, দেশগুলো কেবল একটি আঞ্চলিক বা বৈশ্বিক জোটের সদস্য হয় না, বরং সুনির্দিষ্ট এজেন্ডা এগিয়ে নিতে তারা কোনো একটি জোটে অন্তর্ভুক্ত হয়ে একযোগে কাজ করে। সুতরাং, আঞ্চলিক সংস্থাগুলো একসঙ্গে সহাবস্থান করতে পারে।

বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশেন (আইওআরএ) এবং আসিয়ানের সদস্য থাকার প্রসঙ্গও টানেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক। প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ২০০৭ সালে যোগ দেয় আফগানিস্তান। সার্কের জোরালো কার্যক্রম চলার মধ্যে ১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিস্ট-টেক) যাত্রা শুরু করে। সেই বছরই মিয়ানমার এই জোটে যুক্ত হওয়ার পর নাম হয় ‘বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’। ২০০৪ সালে নেপালও সদস্যপদ পায় বিমসটেকের। এরপর দেশের নামের আদ্যক্ষরে পরিবর্তে সংস্থার নামকরণ করা হয় ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক’। বর্তমানে সাত দেশের জোট বিমসটেকের সদস্য পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান নেই।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণে প্রায় এক দশকের বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে সার্ক। ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন না হওয়ায় দক্ষিণ এশিয়ার নেতাদের একমঞ্চে আনতে পারেনি এই আঞ্চলিক সংস্থা।

গত অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করণের উদ্যোগ নিয়েছেন। তিনি গত ১২ ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞদের সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি।” তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যকার ‘কিছু ইস্যুর জন্য’ সার্ক সক্রিয় হচ্ছে না, কিন্তু আমি মনে করি, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না।”

ইউনূস বলেন, “প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে যে ‘আমরা একসঙ্গে আছি’।”

ভারতীয় সংবাদমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি লিখেছেন, “দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এক দশকেরও বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার সার্ককে কার্যকর করার জন্য ‘আন্তরিক উদ্যোগ’ গ্রহণ করেছে।” তবে, তিনি উল্লেখ করেছেন, “এখন পর্যন্ত ভারতের ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। আমরা মনে করি না এই উদ্যোগ নিয়ে ভারতের ভয় পাওয়ার কিছু আছে।”

সাবেক কূটনৈতিক তৌহিদ হোসেন লিখেছেন, “আমরা জানি, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতা বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। তবে, হাজার মাইলের যাত্রা একটি ছোট পদক্ষেপে থেকেই শুরু হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের নেতৃবৃন্দ কি অন্তত একটি সম্মেলনে একসঙ্গে ছবি তুলে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রদর্শন করতে পারেন না?”

এদিকে, সার্কের অকার্যকর অবস্থার মধ্যে আগামী ৪ এপ্রিল ব্যাংককে শীর্ষ সম্মেলন মিলিত হচ্ছেন বিমসটেক নেতারা। ওই সম্মেলনের মাধ্যমে সংস্থার পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। সদস্য দেশগুলো চাইলে সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকও হতে পারে।

এদিকে, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বললেও ঢাকায় রাজনৈতিক পটপরিবর্তন পর বিমসটেকের সঙ্গে কাজের অঙ্গীকারে কোনো পরিবর্তন না হওয়ার কথা বলেন বিমসটেক মহাসচিব। তিনি বলেন, “রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও আমরা বাংলাদেশ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে নিশ্চয়তা পেয়েছি, ভবিষ্যতে বিমসটেককে কেবল পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা হবে না, বরং সহযোগিতা গভীর ও জোরালো করা হবে।”

কোনো সদস্য দেশ থেকে সহযোগিতার বিষয়ে কোনো দ্বিধা না থাকার কথা তুলে ধরে বিমসটেক মহাসচিব বলেন, “কারণ তারা দেখতে পাচ্ছে, একযোগে কাজ করার মাধ্যমে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে।”

এবারের শীর্ষ সম্মেলনে বিমসটেক দেশগুলোর মধ্যে নৌ পরিবহন সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।

ছবি

বইমেলায় হামলা: মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত

ছবি

সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান প্রধান উপদেষ্টা

ছবি

সংবিধান সংস্কার কমিশনের জরিপ : ‌নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় ৮৬% মানুষ

ছবি

অপারেশন ডেভিল হান্ট: অভিযানের তৃতীয় দিনে গ্রেপ্তার ৬০৭ জন

গরম শুরুর আগেই আদানির পুরো বিদ্যুৎ চাইছে বাংলাদেশ

ছবি

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, দাবি পূরণে ২৪ ঘণ্টা

ছবি

‘ডেভিল হান্টের’ তৃতীয় দিনে হাতিয়ায় গোলাগুলি, বোমা বিস্ফোরণ

ছবি

দুর্নীতি: আরও খারাপ হয়েছে বাংলাদেশের অবস্থা, বলছে টিআইবি

ছবি

ট্রাইব্যুনালে অক্টোবরেই ৩-৪টি মামলার রায়, আশা আইন উপদেষ্টার

ছবি

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু, রোগীর সংখ্যা বেড়েছে ১৩৪০

হাসিনাকে আশ্রয়, ‘কুৎসা, উস্কানির’ সুযোগ দিয়ে বাংলাদেশে ‘অস্থিতিশীলতা’ তৈরীর চেষ্টায় ভারতঃ আইন উপদেষ্টা

ছবি

বইমেলায় ‘সব্যসাচী’ স্টল ঘিরে উত্তেজনার ঘটনায় তদন্ত কমিটি

ছবি

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: তিন-চারটি মামলার রায় আসতে পারে অক্টোবরের মধ্যে

ছবি

ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি

ছবি

শিল্পখাতে পানি ব্যবহারে চার্জ আরোপ হতে পারে: রিজওয়ানা হাসান

ছবি

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ছবি

ভারত-বাংলাদেশ চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘গেইট লক’ কর্মসূচি

ছবি

বিচার বিবেচনা ছাড়া জামিন দেবেন না : আসিফ নজরুল

ছবি

কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

ছবি

বইমেলার স্টলে ‘বিশৃঙ্খলা’: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি

শিশু সুরক্ষা নীতি লঙ্ঘন: ইউনিসেফের উদ্বেগ

ছবি

রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে: প্রেস সচিব

ছবি

মব বিশৃঙ্খলা বন্ধের আহ্বান :উপদেষ্টার মাহফুজ আলমের

৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, শোকজ করেছে ইসি

ছবি

ঢাকায় বায়ুদূষণ ‘অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক’, স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পরামর্শ

ছবি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি

‘ডেভিল হান্টে’ দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩ জন

পঞ্চদশ সংশোধনীর ‘স্বাধীনতার ঘোষণা’, ৭ মার্চের ভাষণ বাতিলের সুপারিশ সংস্কার কমিশনের

সংস্কার সুপারিশ: প্রধানমন্ত্রীর প্রতি ‘অনাস্থা দিতে পারবেন’ দলীয় এমপিরা

এখনও প্রায় ১৮ কোটি পাঠ্যবই ছাপা বাকি

বইমেলায় তসলিমা নাসরিনের বই: ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ, চড়াও প্রকাশনার স্টলে

ছবি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ‘আশ্বাস’ প্রধান উপদেষ্টার , জানালেন ফখরুল

হত্যা চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে জিআইজি মোল্ল্যা নজরুল

ছবি

সূচনা ফাউন্ডেশনের আয়কর সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা

tab

জাতীয়

বাংলাদেশে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে আশাবাদী মহাসচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের এগিয়ে চলার সঙ্গে এই অঞ্চলের আরেকটি সহযোগিতা সংস্থা সার্কের ঝিমিয়ে পড়ার কোনো সম্পর্ক দেখছেন না বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পাণ্ডে বলেন, ১৯৯৭ সালে যখন চার দেশ নিয়ে বিমসটেক গঠিত হয়, তখন সার্ক ছিল ‘বর্ধনশীল’ আঞ্চলিক সংস্থা, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। তিনি আরো বলেন, “সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, একটি সংস্থার ক্ষেত্রে সহযোগিতা কমতির সঙ্গে বিমসটেক গঠনের কোনো সংযোগ নেই।”

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশও বিমসটেকের ছাতার নিচে থাকার কথা তুলে ধরে পাণ্ডে বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের নিজস্ব এজেন্ডা, অভিষ্ট, ও সনদ রয়েছে। সার্কের ক্ষেত্রেও তেমন ছিল। তিনি জানান, বিশ্বব্যাপী দেখা যায়, দেশগুলো কেবল একটি আঞ্চলিক বা বৈশ্বিক জোটের সদস্য হয় না, বরং সুনির্দিষ্ট এজেন্ডা এগিয়ে নিতে তারা কোনো একটি জোটে অন্তর্ভুক্ত হয়ে একযোগে কাজ করে। সুতরাং, আঞ্চলিক সংস্থাগুলো একসঙ্গে সহাবস্থান করতে পারে।

বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশেন (আইওআরএ) এবং আসিয়ানের সদস্য থাকার প্রসঙ্গও টানেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক। প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ২০০৭ সালে যোগ দেয় আফগানিস্তান। সার্কের জোরালো কার্যক্রম চলার মধ্যে ১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিস্ট-টেক) যাত্রা শুরু করে। সেই বছরই মিয়ানমার এই জোটে যুক্ত হওয়ার পর নাম হয় ‘বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’। ২০০৪ সালে নেপালও সদস্যপদ পায় বিমসটেকের। এরপর দেশের নামের আদ্যক্ষরে পরিবর্তে সংস্থার নামকরণ করা হয় ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক’। বর্তমানে সাত দেশের জোট বিমসটেকের সদস্য পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান নেই।

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণে প্রায় এক দশকের বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে সার্ক। ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন না হওয়ায় দক্ষিণ এশিয়ার নেতাদের একমঞ্চে আনতে পারেনি এই আঞ্চলিক সংস্থা।

গত অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করণের উদ্যোগ নিয়েছেন। তিনি গত ১২ ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞদের সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি।” তিনি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যকার ‘কিছু ইস্যুর জন্য’ সার্ক সক্রিয় হচ্ছে না, কিন্তু আমি মনে করি, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না।”

ইউনূস বলেন, “প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে যে ‘আমরা একসঙ্গে আছি’।”

ভারতীয় সংবাদমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি লিখেছেন, “দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এক দশকেরও বেশি সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার সার্ককে কার্যকর করার জন্য ‘আন্তরিক উদ্যোগ’ গ্রহণ করেছে।” তবে, তিনি উল্লেখ করেছেন, “এখন পর্যন্ত ভারতের ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। আমরা মনে করি না এই উদ্যোগ নিয়ে ভারতের ভয় পাওয়ার কিছু আছে।”

সাবেক কূটনৈতিক তৌহিদ হোসেন লিখেছেন, “আমরা জানি, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতা বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। তবে, হাজার মাইলের যাত্রা একটি ছোট পদক্ষেপে থেকেই শুরু হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের নেতৃবৃন্দ কি অন্তত একটি সম্মেলনে একসঙ্গে ছবি তুলে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রদর্শন করতে পারেন না?”

এদিকে, সার্কের অকার্যকর অবস্থার মধ্যে আগামী ৪ এপ্রিল ব্যাংককে শীর্ষ সম্মেলন মিলিত হচ্ছেন বিমসটেক নেতারা। ওই সম্মেলনের মাধ্যমে সংস্থার পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন মহাসচিব ইন্দ্র মনি পাণ্ডে। তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। সদস্য দেশগুলো চাইলে সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকও হতে পারে।

এদিকে, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বললেও ঢাকায় রাজনৈতিক পটপরিবর্তন পর বিমসটেকের সঙ্গে কাজের অঙ্গীকারে কোনো পরিবর্তন না হওয়ার কথা বলেন বিমসটেক মহাসচিব। তিনি বলেন, “রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও আমরা বাংলাদেশ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে নিশ্চয়তা পেয়েছি, ভবিষ্যতে বিমসটেককে কেবল পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা হবে না, বরং সহযোগিতা গভীর ও জোরালো করা হবে।”

কোনো সদস্য দেশ থেকে সহযোগিতার বিষয়ে কোনো দ্বিধা না থাকার কথা তুলে ধরে বিমসটেক মহাসচিব বলেন, “কারণ তারা দেখতে পাচ্ছে, একযোগে কাজ করার মাধ্যমে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে।”

এবারের শীর্ষ সম্মেলনে বিমসটেক দেশগুলোর মধ্যে নৌ পরিবহন সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।

back to top