অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ‘আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি’ বলে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তার ধারনা ‘ধীরে ধীরে’ সব অস্ত্র ‘উদ্ধার হয়ে যাবে’।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা সাবেক এই সামরিক কর্মকর্তা।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ গড়ার কাজে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এখনো রয়েছে। আনসার বাহিনীর যৌক্তিক দাবি গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।’
অবসরপ্রাপ্ত এই লেফটেনেন্ট জেনারেল বলেন, ‘দুর্গম পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়ন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসান ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।’
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন এবং শিল্প-প্রতিষ্ঠানে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে।
বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভিডিপি সদস্যদের জন্য ডিজিটাল ডেটাবেইস তৈরি ও নতুন অবকাঠামো সংযোজন করা হয়েছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সহযোগিতায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাহিনীর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী নীতিমালার আওতায় আনা হয়েছে, যা তরুণদের কর্মসংস্থানে সহায়তা করবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদেরকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়।
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ‘আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি’ বলে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তার ধারনা ‘ধীরে ধীরে’ সব অস্ত্র ‘উদ্ধার হয়ে যাবে’।
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা সাবেক এই সামরিক কর্মকর্তা।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশ গড়ার কাজে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এখনো রয়েছে। আনসার বাহিনীর যৌক্তিক দাবি গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।’
অবসরপ্রাপ্ত এই লেফটেনেন্ট জেনারেল বলেন, ‘দুর্গম পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়ন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসান ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।’
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন এবং শিল্প-প্রতিষ্ঠানে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে।
বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভিডিপি সদস্যদের জন্য ডিজিটাল ডেটাবেইস তৈরি ও নতুন অবকাঠামো সংযোজন করা হয়েছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সহযোগিতায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাহিনীর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী নীতিমালার আওতায় আনা হয়েছে, যা তরুণদের কর্মসংস্থানে সহায়তা করবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদেরকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়।