দেশের চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
তিনি বলেন,“দেশে চিকিৎসক সংকট দূর করতে পিএসসির মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য গত ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।”
চিকিৎসা শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পর এসব কলেজে নতুন করে ভর্তি নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “চিকিৎসা শিক্ষার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।”
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
দেশের চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
তিনি বলেন,“দেশে চিকিৎসক সংকট দূর করতে পিএসসির মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য গত ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।”
চিকিৎসা শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পর এসব কলেজে নতুন করে ভর্তি নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “চিকিৎসা শিক্ষার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।”