বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ শুক্রবার সকালে ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকটসহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে আলোচনা হয়েছে।
এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সকালের ওই সাক্ষাতের পর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য তারা কক্সবাজার রওনা হয়েছেন।
গুতেরেস চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তার এই সফরের প্রধান কর্মসূচি শুক্র ও শনিবার।
শনিবার মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।
এরপর প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন। সেখানে যোগদান করবেন আন্তোনিও গুতেরেস। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ শুক্রবার সকালে ঢাকার হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকটসহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে আলোচনা হয়েছে।
এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সকালের ওই সাক্ষাতের পর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য তারা কক্সবাজার রওনা হয়েছেন।
গুতেরেস চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তার এই সফরের প্রধান কর্মসূচি শুক্র ও শনিবার।
শনিবার মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।
এরপর প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন। সেখানে যোগদান করবেন আন্তোনিও গুতেরেস। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।