প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। জ্যাকবসনের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। প্রবেশ পথে তাকে অভ্যর্থনা জানান ইসি সচিব আখতার আহমেদ। পরে সচিবের নেতৃত্বে কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে যান।
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের এটি প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি আলোচনায় উঠে আসতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলের দিকে এ বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে চলমান ছাত্র আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়।
গত ২৮ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে প্রায় দুই ডজন কর্মপরিকল্পনার কথা জানানো হয়। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজনও রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ এবং তার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। জ্যাকবসনের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। প্রবেশ পথে তাকে অভ্যর্থনা জানান ইসি সচিব আখতার আহমেদ। পরে সচিবের নেতৃত্বে কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে যান।
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের এটি প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি আলোচনায় উঠে আসতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলের দিকে এ বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে চলমান ছাত্র আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়।
গত ২৮ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে প্রায় দুই ডজন কর্মপরিকল্পনার কথা জানানো হয়। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজনও রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ এবং তার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি।