ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নির্বাচনের খবর সংগ্রহে বাধা সৃষ্টি হয় এ ধরনের ধারা নীতিমালা থেকে বাদ দিতে সাংবাদিকদের জন্য প্রণীত গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন গণমাধ্যকর্মীরা। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ও বিবিসি মিডিয়া অ্যাকশন প্রতিনিধিদল।
আমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের
প্রবাসীদের ভোটিং অ্যাপ উদ্বোধন আগামী ১৮ নভেম্বর
আচরণবিধির গেজেট হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
বৈঠকের পর বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা বলেন, ‘বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারা সাংবাদিকদের প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।’
আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণমাধ্যমকর্মীদের অভিযোগ ইসি যে গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে এর বেশকিছু ধারা অবাধ সংবাদ সংগ্রহের পরিপন্থী। এ বিষয়টি ইসির নজরে আনতে একাধিক সেমিনার করেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন।
রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর রেজোয়ানুল হক রাজা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন যে আচরণবিধি (নীতিমালা) তৈরি করেছে, তাতে আমাদের সাংবাদিকদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। আমরা বিজেসি, আরএফইডি যৌথভাবে একাধিক সেমিনার করেছি, যেখানে নির্বাচন বিশেষজ্ঞ, অংশীজন ও সংবাদকর্মীদের মতামত নিয়ে আমরা একটি সুপারিশমালা তৈরি করেছি। ওই সুপারিশমালা নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশেষভাবে উল্লেখ করেছি যে, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে, সেটি সাংবাদিকদের জন্য অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা। আমাদের যদি আইডি কার্ড ইস্যু করা থাকে, তাহলে আলাদা করে অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানিয়েছি।’
আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, ‘আমরা বলেছি, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলে যারা এ ধরনের হামলায় জড়িত থাকবে, তাদের বিচার নিশ্চিত করার বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।’
তারেকের অনশন, আপিল
নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমজনতার দল আইনসম্মত পথে এগোলে ইসি বিষয়টি বিবেচনায় নেবে।
তিনি বলেন, ‘আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন, ঘাটতি যেগুলো আছেন পূরণ করে দিতে পারেন। আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা। (নির্বাচন কমিশন) নিশ্চয় এটা বিবেচনায় নেবেন। আন্তরিকভাবে আবেদন করব, অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।’
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে আমজনতার দলটির সভাপতিকে চিঠিও দেয়া হয়েছে। তবু নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক।
নিবন্ধন না পেয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান গত মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে রয়েছেন। ইতোমধ্যে সোয়াশ’ ঘণ্টা অনশনে পার করেছেন তিনি। বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংহতি জানাচ্ছেন তারেকের প্রতি। রোববার দুপুরে নির্বাচন ভবনের প্রধান ফটকের সংহতি প্রকাশ করতে যান বিএনপি নেতা ইশরাক হোসেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়া সিদ্ধান্ত দেয় ইসি। দলগুলো নিয়ে কারও আপত্তি থাকলে তা আগামী ১২ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে।
এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়।
দলগুলোর সঙ্গে সংলাপ
ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি ঠিক করা হবে।
ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অপেক্ষায় ইসি।
পোস্টাল ভোট বিডি অ্যাপ
ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।
প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি জেল হাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাবেন।
১৮ নভেম্বর ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে বলে জানান তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০৯ নভেম্বর ২০২৫
নির্বাচনের খবর সংগ্রহে বাধা সৃষ্টি হয় এ ধরনের ধারা নীতিমালা থেকে বাদ দিতে সাংবাদিকদের জন্য প্রণীত গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন গণমাধ্যকর্মীরা। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ও বিবিসি মিডিয়া অ্যাকশন প্রতিনিধিদল।
আমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের
প্রবাসীদের ভোটিং অ্যাপ উদ্বোধন আগামী ১৮ নভেম্বর
আচরণবিধির গেজেট হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
বৈঠকের পর বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা বলেন, ‘বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারা সাংবাদিকদের প্রস্তাবগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।’
আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণমাধ্যমকর্মীদের অভিযোগ ইসি যে গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে এর বেশকিছু ধারা অবাধ সংবাদ সংগ্রহের পরিপন্থী। এ বিষয়টি ইসির নজরে আনতে একাধিক সেমিনার করেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন।
রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর রেজোয়ানুল হক রাজা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন যে আচরণবিধি (নীতিমালা) তৈরি করেছে, তাতে আমাদের সাংবাদিকদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। আমরা বিজেসি, আরএফইডি যৌথভাবে একাধিক সেমিনার করেছি, যেখানে নির্বাচন বিশেষজ্ঞ, অংশীজন ও সংবাদকর্মীদের মতামত নিয়ে আমরা একটি সুপারিশমালা তৈরি করেছি। ওই সুপারিশমালা নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশেষভাবে উল্লেখ করেছি যে, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে, সেটি সাংবাদিকদের জন্য অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা। আমাদের যদি আইডি কার্ড ইস্যু করা থাকে, তাহলে আলাদা করে অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানিয়েছি।’
আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, ‘আমরা বলেছি, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলে যারা এ ধরনের হামলায় জড়িত থাকবে, তাদের বিচার নিশ্চিত করার বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।’
তারেকের অনশন, আপিল
নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমজনতার দল আইনসম্মত পথে এগোলে ইসি বিষয়টি বিবেচনায় নেবে।
তিনি বলেন, ‘আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন, ঘাটতি যেগুলো আছেন পূরণ করে দিতে পারেন। আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা। (নির্বাচন কমিশন) নিশ্চয় এটা বিবেচনায় নেবেন। আন্তরিকভাবে আবেদন করব, অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।’
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে আমজনতার দলটির সভাপতিকে চিঠিও দেয়া হয়েছে। তবু নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক।
নিবন্ধন না পেয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান গত মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে রয়েছেন। ইতোমধ্যে সোয়াশ’ ঘণ্টা অনশনে পার করেছেন তিনি। বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংহতি জানাচ্ছেন তারেকের প্রতি। রোববার দুপুরে নির্বাচন ভবনের প্রধান ফটকের সংহতি প্রকাশ করতে যান বিএনপি নেতা ইশরাক হোসেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়া সিদ্ধান্ত দেয় ইসি। দলগুলো নিয়ে কারও আপত্তি থাকলে তা আগামী ১২ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে।
এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়।
দলগুলোর সঙ্গে সংলাপ
ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি ঠিক করা হবে।
ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অপেক্ষায় ইসি।
পোস্টাল ভোট বিডি অ্যাপ
ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।
প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি জেল হাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাবেন।
১৮ নভেম্বর ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে বলে জানান তিনি।