আমরা একা নির্বাচন করবো না, আরও অনেককে ধারণ করবো
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জামায়াতে ইসলামী একা নয় আরও অনেক দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে; তাই চূড়ান্ত প্রার্থী তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওমরাহ করার জন্য গত ১৯ অক্টোবর দেশ ছাড়েন জামায়াতের আমির। তিনদিন পরে ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। পরে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে দলটির নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেন। দলটির দুইজন নায়েবে আমির ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সেখানে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির শফিকুর বলেন, ‘বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি, ২৩৭টা আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আবার প্রশ্নোত্তরে বলেছেন, এটি চূড়ান্ত নয়। এর মধ্যেও পরিবর্তন আসতে পারে।’
গতকাল সোমবার ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, ‘আমরা কিন্তু একবছর আগেই প্রায় বিভিন্নভাবে, আঞ্চলিকভাবে এই তালিকাটা আমরা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মত কেন্দ্রের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ ঘোষণা করবো।’
জোটবদ্ধভাবে প্রার্থী ঘোষণার বিষয়টিও যে মাথায় রাখতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু আমরা একা ইলেকশন করবো না, আরও অনেককে আমরা ধারণ করবো দেশ এবং জাতির স্বার্থে, সেহেতু সর্বদিক বিবেচনা করেই যথাসময়ে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করবো।’
প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিতে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার, ভোটের অধিকারটা ছিল না। এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং এ দাবি আমরা ছেড়ে দিইনি। এ দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি।’
প্রবাসীদের ভোটার তালিকায় সম্পৃক্ত করার উদোগ নেয়ায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের ৩০ (গত) তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল কিন্তু সফটওয়্যার এখানে ইনস্টল করেছিল তা ঠিকঠাক ফাংশন করে নাই প্রোপারলি। যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেন নাই।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
আমরা একা নির্বাচন করবো না, আরও অনেককে ধারণ করবো
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
জামায়াতে ইসলামী একা নয় আরও অনেক দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে; তাই চূড়ান্ত প্রার্থী তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওমরাহ করার জন্য গত ১৯ অক্টোবর দেশ ছাড়েন জামায়াতের আমির। তিনদিন পরে ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। পরে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে দলটির নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেন। দলটির দুইজন নায়েবে আমির ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সেখানে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির শফিকুর বলেন, ‘বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি, ২৩৭টা আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আবার প্রশ্নোত্তরে বলেছেন, এটি চূড়ান্ত নয়। এর মধ্যেও পরিবর্তন আসতে পারে।’
গতকাল সোমবার ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, ‘আমরা কিন্তু একবছর আগেই প্রায় বিভিন্নভাবে, আঞ্চলিকভাবে এই তালিকাটা আমরা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মত কেন্দ্রের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ ঘোষণা করবো।’
জোটবদ্ধভাবে প্রার্থী ঘোষণার বিষয়টিও যে মাথায় রাখতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু আমরা একা ইলেকশন করবো না, আরও অনেককে আমরা ধারণ করবো দেশ এবং জাতির স্বার্থে, সেহেতু সর্বদিক বিবেচনা করেই যথাসময়ে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করবো।’
প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিতে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার, ভোটের অধিকারটা ছিল না। এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং এ দাবি আমরা ছেড়ে দিইনি। এ দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি।’
প্রবাসীদের ভোটার তালিকায় সম্পৃক্ত করার উদোগ নেয়ায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের ৩০ (গত) তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল কিন্তু সফটওয়্যার এখানে ইনস্টল করেছিল তা ঠিকঠাক ফাংশন করে নাই প্রোপারলি। যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেন নাই।’