ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দলের নিবন্ধনের দাবিতে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনে আছেন আমজনতা দলের (এজেডি) সদস্য সচিব মো. তারেক রহমান । নির্বাচন কমিশনের সামনে শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) রাত পর্যন্ত টানা অনশনে আছেন আমজনতা পার্টির এই নেতা।
এর আগে দলের নিবন্ধনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে গত মঙ্গলবার থেকে অনশন কর্মসূচিতে নামেন এ নেতা। শুক্রবার ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা তার খোঁজখবর নিয়েছেন। আগের দিন রাতে ইসির যুগ্ম সচিব অনশন স্থলে এসে তার সঙ্গে দেখা করে কথা বলেছেন। ইসি কর্মকর্তাদের দাবি, শর্ত পূরণ করতে না পারায় আমজনতা পার্টির নিবন্ধন দেয়া হয়নি। আইন-বিধি অনুযায়ী এটা ইসির সিদ্ধান্ত। এক্ষেত্রে আর কিছু করার নেই। সংক্ষুব্ধ হয়ে আদালতে প্রতিকার চাওয়ার অধিকার সবার বলে জানান তারা।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে দলটির আহ্বায়কের চিঠিও দেয়া হয়েছে। তবুও অনশন চালিয়ে যাচ্ছেন সদস্য সচিব তারেক। ইসির চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে আমজনতা দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, আটটি বিষয়ে অসত্য দেয়া হয়েছে এবং সঠিকভাবে তদন্তও করেনি বলে অভিযোগ করেন। সবধরনের নিবন্ধন শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন ‘অন্য কারও দ্বারা নির্দেশিত হয়ে’ আমজনতা দলকে নিবন্ধন দেয়নি বলেও অভিযোগ তার। তার ভাষ্য, ‘এজন্য আমাদের পক্ষ থেকে সদস্য সচিব অনশনে নেমেছেন; টানা অনশন করছেন। আমরা রাজনৈতিক চাপে রাখতে চাই ইসিকে।’ আদালতে যাওয়ারও প্রস্তুতি নেয়ার কথাও বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বরের মধ্যে দলগুলো নিয়ে কারও আপত্তি থাকলে তা জানাতে বলা হয়েছে। এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্ত পূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে।
ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেকে অনশনে সংহতি প্রকাশ করেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
দলের নিবন্ধনের দাবিতে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনে আছেন আমজনতা দলের (এজেডি) সদস্য সচিব মো. তারেক রহমান । নির্বাচন কমিশনের সামনে শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) রাত পর্যন্ত টানা অনশনে আছেন আমজনতা পার্টির এই নেতা।
এর আগে দলের নিবন্ধনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে গত মঙ্গলবার থেকে অনশন কর্মসূচিতে নামেন এ নেতা। শুক্রবার ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা তার খোঁজখবর নিয়েছেন। আগের দিন রাতে ইসির যুগ্ম সচিব অনশন স্থলে এসে তার সঙ্গে দেখা করে কথা বলেছেন। ইসি কর্মকর্তাদের দাবি, শর্ত পূরণ করতে না পারায় আমজনতা পার্টির নিবন্ধন দেয়া হয়নি। আইন-বিধি অনুযায়ী এটা ইসির সিদ্ধান্ত। এক্ষেত্রে আর কিছু করার নেই। সংক্ষুব্ধ হয়ে আদালতে প্রতিকার চাওয়ার অধিকার সবার বলে জানান তারা।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে দলটির আহ্বায়কের চিঠিও দেয়া হয়েছে। তবুও অনশন চালিয়ে যাচ্ছেন সদস্য সচিব তারেক। ইসির চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে আমজনতা দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, আটটি বিষয়ে অসত্য দেয়া হয়েছে এবং সঠিকভাবে তদন্তও করেনি বলে অভিযোগ করেন। সবধরনের নিবন্ধন শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন ‘অন্য কারও দ্বারা নির্দেশিত হয়ে’ আমজনতা দলকে নিবন্ধন দেয়নি বলেও অভিযোগ তার। তার ভাষ্য, ‘এজন্য আমাদের পক্ষ থেকে সদস্য সচিব অনশনে নেমেছেন; টানা অনশন করছেন। আমরা রাজনৈতিক চাপে রাখতে চাই ইসিকে।’ আদালতে যাওয়ারও প্রস্তুতি নেয়ার কথাও বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বরের মধ্যে দলগুলো নিয়ে কারও আপত্তি থাকলে তা জানাতে বলা হয়েছে। এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্ত পূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে।
ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেকে অনশনে সংহতি প্রকাশ করেছেন।