আগামী সংসদ নির্বাচনে ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা। শনিবার, (০৮ নভেম্বর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা দেশের বিবেক। শিক্ষকরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরই মধ্যে ৩১ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে একটি নতুন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা দলটি ঘোষণা করেছে, তাতে শিক্ষকদের অংশ নিলে নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে, এমন বিশ্বাস শিক্ষাঙ্গণের সবারই।
মনোনয়ন দেয়ার বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরে এই শিক্ষক নেতা বলেন, গত ১৭ বছর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বহু নেতা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন, দীর্ঘ কারাবাসসহ মারাত্মক হয়রানি সহ্য করেছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা নেমে এসেছে, কিন্তু তারা আন্দোলনের পথ ছাড়েননি। জাকির হোসেন আরও বলেন, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা সামনে- তখন এই ত্যাগী, স্বচ্ছ, নীতিবান শিক্ষক নেতাদের রাজনীতির কেন্দ্র্রবিন্দুতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- যারা ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য নিজেদের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলেছেন, তারাই নতুন রাষ্ট্র গঠনে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারেন।
এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতাদের কাছে দাবি জানাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশশিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্যাগী শিক্ষক নেতা-নেত্রীকে মনোনয়ন দিতে হবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
আগামী সংসদ নির্বাচনে ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা। শনিবার, (০৮ নভেম্বর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা দেশের বিবেক। শিক্ষকরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরই মধ্যে ৩১ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে একটি নতুন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা দলটি ঘোষণা করেছে, তাতে শিক্ষকদের অংশ নিলে নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে, এমন বিশ্বাস শিক্ষাঙ্গণের সবারই।
মনোনয়ন দেয়ার বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরে এই শিক্ষক নেতা বলেন, গত ১৭ বছর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বহু নেতা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন, দীর্ঘ কারাবাসসহ মারাত্মক হয়রানি সহ্য করেছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা নেমে এসেছে, কিন্তু তারা আন্দোলনের পথ ছাড়েননি। জাকির হোসেন আরও বলেন, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা সামনে- তখন এই ত্যাগী, স্বচ্ছ, নীতিবান শিক্ষক নেতাদের রাজনীতির কেন্দ্র্রবিন্দুতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- যারা ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য নিজেদের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলেছেন, তারাই নতুন রাষ্ট্র গঠনে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারেন।
এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতাদের কাছে দাবি জানাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশশিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্যাগী শিক্ষক নেতা-নেত্রীকে মনোনয়ন দিতে হবে।’