দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট, দুই দিনে ২৬টি
জাদেজাকে নিয়ে উইকেট উদযাপন
কলকাতা টেস্টে বোলারদের দাপটে দুই দিনে পড়েছে ২৬ উইকেট। আর দ্বিতীয় দিনে পড়েছে ১৫টি। টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারত করে ১ উইকেটে ৩৭ রান। শনিবার,(১৫ নভেম্বর ২০২৫) ভারতের প্রথম ইনিংস থামে ১৮৯ রানে। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রানে। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড মাত্র ৬৩ রানের।
ভারতের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ৩০ রানে ৪ উইকেট ও ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৩৫ রানে ৩ উইকেট পান। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংসে একের পর এক আঘাত হানেন স্বাগতিকদের তিন বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার শিকার ২৯ রানে ৪ উইকেট। এছাড়া কুলদীপ যাদব ১২ রানে দুটি ও অক্ষর প্যাটেল ৩০ রানে একটি উইকেট নেন।
দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ওপেনার রাহুল ও সুন্দর। পানি পানের বিরতির পর দ্বিতীয় বলেই ভাঙে তাদের ৫৭ রানের জুটি। হার্মারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন সুন্দর, ৮২ বলে ২৯ রান করে।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক শুবমান গিলকে। স্লগ সুইপ শটে চার মারার পরপর চোট পান। কাঁধ নড়াতেই পারছিলেন না তিনি। আহত অবসরে যাওয়া গিল পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি।
ক্রিজে গিয়ে আগ্রাসী ঢঙে খেলতে থাকেন রিশভ পান্ত। তবে লাঞ্চের আগেই সাজঘরে ফেরেন তিনি ও রাহুল। রাহুল দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ১১৯ বলে। পান্তের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৭ রান। এই ইনিংস খেলার পথে হাঁকানো দুটি ছক্কায় একটি রেকর্ডের মালিক হয়েছেন তিনি। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৯২টি ছক্কা এখন পান্তের।
৪ উইকেটে ১৩৮ রান নিয়ে প্রথম সেশন শেষ করা ভারত দ্বিতীয় সেশনে হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্রুব জুরেল (১৪ বলে ১৪ রান), জাদেজা (৪৫ বলে ২৭ রান) ও অক্ষরকে (৪৫ বলে ১৬ রান) ইনিংস লম্বা করতে দেননি হার্মার। অক্ষরকে ইয়ানসেনের ক্যাচ বানিয়ে ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি ভারতের ইনিংসের ইতি ঘটান তিনি। কুলদীপ ও মোহাম্মদ সিরাজকে বিদায় করেন ইয়ানসেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট, দুই দিনে ২৬টি
জাদেজাকে নিয়ে উইকেট উদযাপন
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
কলকাতা টেস্টে বোলারদের দাপটে দুই দিনে পড়েছে ২৬ উইকেট। আর দ্বিতীয় দিনে পড়েছে ১৫টি। টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারত করে ১ উইকেটে ৩৭ রান। শনিবার,(১৫ নভেম্বর ২০২৫) ভারতের প্রথম ইনিংস থামে ১৮৯ রানে। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রানে। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড মাত্র ৬৩ রানের।
ভারতের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ৩০ রানে ৪ উইকেট ও ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৩৫ রানে ৩ উইকেট পান। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংসে একের পর এক আঘাত হানেন স্বাগতিকদের তিন বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার শিকার ২৯ রানে ৪ উইকেট। এছাড়া কুলদীপ যাদব ১২ রানে দুটি ও অক্ষর প্যাটেল ৩০ রানে একটি উইকেট নেন।
দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ওপেনার রাহুল ও সুন্দর। পানি পানের বিরতির পর দ্বিতীয় বলেই ভাঙে তাদের ৫৭ রানের জুটি। হার্মারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন সুন্দর, ৮২ বলে ২৯ রান করে।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক শুবমান গিলকে। স্লগ সুইপ শটে চার মারার পরপর চোট পান। কাঁধ নড়াতেই পারছিলেন না তিনি। আহত অবসরে যাওয়া গিল পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি।
ক্রিজে গিয়ে আগ্রাসী ঢঙে খেলতে থাকেন রিশভ পান্ত। তবে লাঞ্চের আগেই সাজঘরে ফেরেন তিনি ও রাহুল। রাহুল দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ১১৯ বলে। পান্তের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৭ রান। এই ইনিংস খেলার পথে হাঁকানো দুটি ছক্কায় একটি রেকর্ডের মালিক হয়েছেন তিনি। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৯২টি ছক্কা এখন পান্তের।
৪ উইকেটে ১৩৮ রান নিয়ে প্রথম সেশন শেষ করা ভারত দ্বিতীয় সেশনে হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্রুব জুরেল (১৪ বলে ১৪ রান), জাদেজা (৪৫ বলে ২৭ রান) ও অক্ষরকে (৪৫ বলে ১৬ রান) ইনিংস লম্বা করতে দেননি হার্মার। অক্ষরকে ইয়ানসেনের ক্যাচ বানিয়ে ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি ভারতের ইনিংসের ইতি ঘটান তিনি। কুলদীপ ও মোহাম্মদ সিরাজকে বিদায় করেন ইয়ানসেন।