রাইজিং স্টার্স এশিয়া কাপ
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন সোহান
ওপেনার হাবিবুর রহমান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে জয় দিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৫৪ বল হাতে রেখে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে হংকংকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি এবং ৩৫ বলে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান।
শনিবার,(১৫ নভেম্বর ২০২৫)দোহায় টস হেরে ব্যাটিং পেয়ে হংকংকে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে । ৬ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৩ রান করেন বাবর। অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ২২ বলে ৪০ এবং কিঞ্চিত শাহ ৪ বলে ২০ রান করেন। বল হাতে রিপন মন্ডল-মেহরব ২টি করে উইকেট নেন। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১০৭ রান তুলে বাংলাদেশ। মাত্র ১৪ বল ইনিংসের তৃতীয় ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সোহান এ সময় (৪ চার ও ৬ ছক্কা)। হাফ সেঞ্চুরির পুরো রানই বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে তুলেছেন সোহান।
পাওয়ার প্লে শেষে সোহানের রান ছিল ৭ চার ও ১০ ছক্কায় ২৫ বলে ৮৮। এক্ষেত্রেও বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বাইরে কোনো রান নেননি তিনি। অবশেষে সপ্তম ওভারে গিয়ে প্রথম সিঙ্গেল রান নেন সোহান। এরপর ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি। ১১তম ওভারের শেষ ৫ বলে ৫ ছক্কায় বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অধিনায়ক আকবর আলি। ১১ ওভারে ২ উইকেটে ১৭১ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চার ও ১০টি ছক্কায় ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। ৬ ওভার বাউন্ডারিতে ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন আকবর। ম্যাচসেরা হন সোহান।
আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রাইজিং স্টার্স এশিয়া কাপ
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন সোহান
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
ওপেনার হাবিবুর রহমান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে জয় দিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৫৪ বল হাতে রেখে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে হংকংকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি এবং ৩৫ বলে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান।
শনিবার,(১৫ নভেম্বর ২০২৫)দোহায় টস হেরে ব্যাটিং পেয়ে হংকংকে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে । ৬ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৩ রান করেন বাবর। অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ২২ বলে ৪০ এবং কিঞ্চিত শাহ ৪ বলে ২০ রান করেন। বল হাতে রিপন মন্ডল-মেহরব ২টি করে উইকেট নেন। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১০৭ রান তুলে বাংলাদেশ। মাত্র ১৪ বল ইনিংসের তৃতীয় ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সোহান এ সময় (৪ চার ও ৬ ছক্কা)। হাফ সেঞ্চুরির পুরো রানই বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে তুলেছেন সোহান।
পাওয়ার প্লে শেষে সোহানের রান ছিল ৭ চার ও ১০ ছক্কায় ২৫ বলে ৮৮। এক্ষেত্রেও বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বাইরে কোনো রান নেননি তিনি। অবশেষে সপ্তম ওভারে গিয়ে প্রথম সিঙ্গেল রান নেন সোহান। এরপর ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি। ১১তম ওভারের শেষ ৫ বলে ৫ ছক্কায় বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অধিনায়ক আকবর আলি। ১১ ওভারে ২ উইকেটে ১৭১ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চার ও ১০টি ছক্কায় ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। ৬ ওভার বাউন্ডারিতে ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন আকবর। ম্যাচসেরা হন সোহান।
আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।