মতামতের জন্য সম্পাদক দায়ী নন
দেশে ভিক্ষাবৃত্তি এখনও বন্ধ হয়নি। প্রতিদিন ভোরের আলো রঙিন হতেই চোখে পড়ে চারদিকে ভিক্ষুকের ছড়াছড়ি। নগরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, রাস্তা-ঘাটে, হাট-বাজারে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সর্বত্র ছড়িয়ে পড়েছে পেশাদার ভিক্ষুক।
রাজধানী ঢাকা যেন ভিক্ষুকের নগরীতে পরিণত হয়েছে। কেউ কেউ ক্ষুধার তাড়নায় একান্ত অনন্যোপায় হয়ে ভিক্ষা করছে কিন্তু অধিকাংশই পেশা হিসেবে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে। আবার একশ্রেণীর অসাধু লোক ক্ষমতার বলে অসহায়দের দিয়ে ভিক্ষা বাণিজ্য করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
ভিক্ষাবৃত্তি সমাজের জন্য অভিশাপ এবং দেশের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায়। তাই আমাদের দেশকে বিশ্বের বুকে উন্নত দেশে হিসেবে দাঁড় করাতে চাইলে ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং জাতিকে ভিক্ষার কলঙ্ক ও লজ্জা থেকে মুক্ত করতে হবে।
অসহায়দের আর্থিক সহযোগিতার নিশ্চিত করতে হবে এবং পেশাদার ভিক্ষুকদের প্রতি কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই আমরা একটি আদর্শ সমাজ ও জাতি গড়তে পারবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পেশাদার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করার এবং অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।
মমিনুল ইসলাম
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
দেশে ভিক্ষাবৃত্তি এখনও বন্ধ হয়নি। প্রতিদিন ভোরের আলো রঙিন হতেই চোখে পড়ে চারদিকে ভিক্ষুকের ছড়াছড়ি। নগরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, রাস্তা-ঘাটে, হাট-বাজারে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সর্বত্র ছড়িয়ে পড়েছে পেশাদার ভিক্ষুক।
রাজধানী ঢাকা যেন ভিক্ষুকের নগরীতে পরিণত হয়েছে। কেউ কেউ ক্ষুধার তাড়নায় একান্ত অনন্যোপায় হয়ে ভিক্ষা করছে কিন্তু অধিকাংশই পেশা হিসেবে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে। আবার একশ্রেণীর অসাধু লোক ক্ষমতার বলে অসহায়দের দিয়ে ভিক্ষা বাণিজ্য করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
ভিক্ষাবৃত্তি সমাজের জন্য অভিশাপ এবং দেশের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায়। তাই আমাদের দেশকে বিশ্বের বুকে উন্নত দেশে হিসেবে দাঁড় করাতে চাইলে ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং জাতিকে ভিক্ষার কলঙ্ক ও লজ্জা থেকে মুক্ত করতে হবে।
অসহায়দের আর্থিক সহযোগিতার নিশ্চিত করতে হবে এবং পেশাদার ভিক্ষুকদের প্রতি কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই আমরা একটি আদর্শ সমাজ ও জাতি গড়তে পারবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পেশাদার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করার এবং অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।
মমিনুল ইসলাম