মতামতের জন্য সম্পাদক দায়ী নন
পরীক্ষা হলে সহপাঠীর খাতা দেখে লিখছিল এক পড়ুয়া। সে অন্যদের বিরক্ত করছিল, পরীক্ষা হলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাকে বাধা দেন শিক্ষক। কিন্তু সে বারণ না শোনায় উত্তরপত্র কেড়ে নেন শিক্ষক। তাতেই খেপে গিয়ে শিক্ষককে চড় মারে সংশ্লিষ্ট পড়ুয়া। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এই লজ্জাজনক ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই পড়ুয়ার কঠোর শাস্তির দাবিতে সরব এখন শিক্ষা মহল।
ছাত্র কর্তৃক শিক্ষককে অপমানের ঘটনা নতুন কিছু নয়। এখনও মনে আছে, ১৯৬৩ কি ১৯৬৪ সালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র পরীক্ষা দেয়ার সময় নকল করছিল, তা দেখতে পেয়ে শিক্ষক বেত নিয়ে আসেন ছাত্রটির কাছে। বেত মারা শুরু করা মাত্রই শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে উল্টো শিক্ষককে বেত মেরে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল সেই ছাত্রটি। অবশ্য পরবর্তীতে ওই ছাত্রকে পড়ার সুযোগ দেয়া হয়নি।
সুতরাং ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া নতুন কোনো ঘটনা নয়। দোষী ছাত্রকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া ঠেকানো সম্ভব নয়। বরং ছোটবেলা থেকে প্রতিটি শিশু যাতে নিজেদেরকে আদর্শিক হিসেবে গড়ে তুলতে পারে- সেই উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
পরীক্ষা হলে সহপাঠীর খাতা দেখে লিখছিল এক পড়ুয়া। সে অন্যদের বিরক্ত করছিল, পরীক্ষা হলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাকে বাধা দেন শিক্ষক। কিন্তু সে বারণ না শোনায় উত্তরপত্র কেড়ে নেন শিক্ষক। তাতেই খেপে গিয়ে শিক্ষককে চড় মারে সংশ্লিষ্ট পড়ুয়া। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এই লজ্জাজনক ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই পড়ুয়ার কঠোর শাস্তির দাবিতে সরব এখন শিক্ষা মহল।
ছাত্র কর্তৃক শিক্ষককে অপমানের ঘটনা নতুন কিছু নয়। এখনও মনে আছে, ১৯৬৩ কি ১৯৬৪ সালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র পরীক্ষা দেয়ার সময় নকল করছিল, তা দেখতে পেয়ে শিক্ষক বেত নিয়ে আসেন ছাত্রটির কাছে। বেত মারা শুরু করা মাত্রই শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে উল্টো শিক্ষককে বেত মেরে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল সেই ছাত্রটি। অবশ্য পরবর্তীতে ওই ছাত্রকে পড়ার সুযোগ দেয়া হয়নি।
সুতরাং ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া নতুন কোনো ঘটনা নয়। দোষী ছাত্রকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া ঠেকানো সম্ভব নয়। বরং ছোটবেলা থেকে প্রতিটি শিশু যাতে নিজেদেরকে আদর্শিক হিসেবে গড়ে তুলতে পারে- সেই উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন