মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রাজধানীর মোহাম্মদপুর যেন অপরাধের ঘাঁটি! সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাসিন্দারা আতঙ্কিত। সকালে বা সন্ধ্যার পরে এখানের পরিবেশ থমথমে থাকে। হাউজিং লিমিটেড, চাঁদ উদ্যান, তিন রাস্তার মোড়, রায়েরবাজার, বিহারি ক্যাম্পগুলো অপরাধের হটস্পট। সম্প্রতি, বসিলায় সুপারশপে দুর্র্ধষ ডাকাতির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি আগের তুলনার যথেষ্ট ভালো। কিন্তু, দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই এখনো সচারাচর ঘটেই। আজ সকাল ৮টা পর এমনই এক ঘটনার সাক্ষী মোহাম্মদ রাজু। হাউজিং লিমিটেড এর ৩ নাম্বার রোডে
কাঁচাবাজারসংলগ্ন জায়গায় এক কিশোর হঠাৎ রিকশা থেকে এক মহিলার ব্যাগ নিয়ে দৌড় দেয়। প্রত্যক্ষদর্শী রাজু ওই ছেলেকে ধরতে চেষ্টা করলেও চেষ্টা সফল হয়নি। কর্মজীবি, গৃহিণী, শিক্ষার্থীরা আতঙ্কে ভয়ে বাইরে চলাচল করে। তাই প্রশাসনের কঠোর তদারকি, হটস্পট পয়েন্টগুলোতে পুলিশ, সেনাবাহিনীর উপস্থিতি, তল্লাশী, নিয়মিত টহলের পাশাপাশি প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ করে মোহাম্মদপুরবাসীকে সুশৃৃঙ্খল জীবন উপহার দেয়া এখন সময়ের দাবি!
তাওহীদ ইসলাম সজীব
ঢাকা।
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪
রাজধানীর মোহাম্মদপুর যেন অপরাধের ঘাঁটি! সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাসিন্দারা আতঙ্কিত। সকালে বা সন্ধ্যার পরে এখানের পরিবেশ থমথমে থাকে। হাউজিং লিমিটেড, চাঁদ উদ্যান, তিন রাস্তার মোড়, রায়েরবাজার, বিহারি ক্যাম্পগুলো অপরাধের হটস্পট। সম্প্রতি, বসিলায় সুপারশপে দুর্র্ধষ ডাকাতির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি আগের তুলনার যথেষ্ট ভালো। কিন্তু, দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই এখনো সচারাচর ঘটেই। আজ সকাল ৮টা পর এমনই এক ঘটনার সাক্ষী মোহাম্মদ রাজু। হাউজিং লিমিটেড এর ৩ নাম্বার রোডে
কাঁচাবাজারসংলগ্ন জায়গায় এক কিশোর হঠাৎ রিকশা থেকে এক মহিলার ব্যাগ নিয়ে দৌড় দেয়। প্রত্যক্ষদর্শী রাজু ওই ছেলেকে ধরতে চেষ্টা করলেও চেষ্টা সফল হয়নি। কর্মজীবি, গৃহিণী, শিক্ষার্থীরা আতঙ্কে ভয়ে বাইরে চলাচল করে। তাই প্রশাসনের কঠোর তদারকি, হটস্পট পয়েন্টগুলোতে পুলিশ, সেনাবাহিনীর উপস্থিতি, তল্লাশী, নিয়মিত টহলের পাশাপাশি প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ করে মোহাম্মদপুরবাসীকে সুশৃৃঙ্খল জীবন উপহার দেয়া এখন সময়ের দাবি!
তাওহীদ ইসলাম সজীব
ঢাকা।