মতামতের জন্য সম্পাদক দায়ী নন
ফুটপাত সাধারণ জনগণের হাঁটার জন্য নির্ধারিত হলেও আমাদের শহরে তা নানা কারণে দখল হয়ে গেছে। অসংখ্য দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং হকারদের কারণে ফুটপাত দিন দিন সংকুচিত হচ্ছে, যা পথচারীদের জন্য চরম ভোগান্তি র কারণ হয়ে দাঁড়িয়েছে। হাঁটার সুবিধা না থাকায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই ফুটপাত দখলদারিত্বের ফলে শহরের যানজট পরিস্থিতিও আরও জটিল হচ্ছে।
অন্যদিকে, ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চললেও, তা খুব একটা কার্যকর হচ্ছে না। সাময়িকভাবে দখলমুক্ত হলেও কিছুদিন পর আবার দখলদারিত্ব ফিরে আসে। তাই এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। নির্দিষ্ট অঞ্চলগুলোতে হকারদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করে, প্রশাসন নিয়মিত তদারকি করলে ফুটপাতকে চলাচল উপযোগী রাখা সম্ভব। ফুটপাতকে দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোও প্রয়োজন। সবার সহযোগিতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই শহরের ফুটপাতগুলো দখলমুক্ত এবং পথচারীবান্ধব করা সম্ভব।
হৃদয় পান্ডে
শিক্ষার্থী; মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ফুটপাত সাধারণ জনগণের হাঁটার জন্য নির্ধারিত হলেও আমাদের শহরে তা নানা কারণে দখল হয়ে গেছে। অসংখ্য দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং হকারদের কারণে ফুটপাত দিন দিন সংকুচিত হচ্ছে, যা পথচারীদের জন্য চরম ভোগান্তি র কারণ হয়ে দাঁড়িয়েছে। হাঁটার সুবিধা না থাকায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই ফুটপাত দখলদারিত্বের ফলে শহরের যানজট পরিস্থিতিও আরও জটিল হচ্ছে।
অন্যদিকে, ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চললেও, তা খুব একটা কার্যকর হচ্ছে না। সাময়িকভাবে দখলমুক্ত হলেও কিছুদিন পর আবার দখলদারিত্ব ফিরে আসে। তাই এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। নির্দিষ্ট অঞ্চলগুলোতে হকারদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করে, প্রশাসন নিয়মিত তদারকি করলে ফুটপাতকে চলাচল উপযোগী রাখা সম্ভব। ফুটপাতকে দখলমুক্ত রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোও প্রয়োজন। সবার সহযোগিতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই শহরের ফুটপাতগুলো দখলমুক্ত এবং পথচারীবান্ধব করা সম্ভব।
হৃদয় পান্ডে
শিক্ষার্থী; মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।